লোহাগাড়ার বড়হাতিয়ায় পূজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করায় মো. জুয়েল (২৪) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার রাত ২টার দিকে ইউনিয়নের উত্তর বড়হাতিয়া সেনেরহাট এলাকায় শ্রী শ্রী তপবন রক্ষাকালী মন্দিরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ। জুয়েল একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের জোড় পুকুরিয়া এলাকার মো. আইয়ুবের পুত্র।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ জানান, পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের সাথে অশালীন ভাষায় গালিগালাজ ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করার খবরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে জুয়েলকে আটক করা হয়। পরে তার মাদক সেবনের বিষয়টি প্রমাণিত হওয়ায় ও দোষ স্বীকারোক্তির ভিত্তিতে ২শ টাকা অর্থদণ্ড ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সাজা কার্যকরের জন্য তাকে জেল হাজতে প্রেরণের নিমিত্তে থানায় সোপর্দ করা হয়েছে।
অভিযানে সাথে ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান, স্থানীয় ইউপি সদস্য, পুলিশ, গ্রাম পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।