করোনা প্রাদুর্ভাব রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বানের পাশাপাশি ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. মোরশেদ আলম নিজ উদ্যোগে ওয়ার্ডের সবকটি পূজা মণ্ডপে আগত দর্শনার্থীদের স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় রেখে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছেন। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে পাঁচলাইশ থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি রুবেল শীল ও সাধারণ সম্পাদক শুভাশিষ চৌধুরী বলেন, সনাতনী সম্প্রদায়ের এই বৃহত্তর উৎসবে স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে কাউন্সিলর প্রার্থী মোরশেদ আলমের এই উদ্যোগ সম্প্রদায় সম্প্রীতির প্রকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে। মণ্ডপে সুরক্ষা সামগ্রী ও বিশুদ্ধ পানি সরবরাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা প্রিয়লাল গোস্বামী, আদর্শ পাড়া শ্রী শ্রী সন্তোষী মা লোকনাথ মন্দির পরিচালনা কমিটির সভাপতি ডা. সুধীর চন্দ্র, মুরাদপুর ব্যবসায়ী সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, পাঁচলাইশ থানা পূজা উদযাপন পরিষদের সাবেক উপদেষ্টা সাধন চন্দ্র নাথ, সাবেক সভাপতি বিশ্বজিৎ দে, সাধারণ সম্পাদক যীশু নাথ, সভাপতি রবেল শীল, সাধারণ সম্পাদক শুভাশিষ চৌধুরী, বাপ্পু দাশ, রাজু দেবনাথ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।