আসন্ন দূর্গাপূজা উপলক্ষ্যে বাংলাদশে নৌবাহিনী দেশের বিভিন্ন পূজা মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে। সনাতন র্ধমাবলম্বীদের সবচেয়ে বড় র্ধমীয় উৎসব শারদীয় দূর্গাপূজা যাতে নির্বিঘ্নে উদযাপন করতে পারে সে লক্ষ্যে গতকাল মঙ্গলবার কমান্ডার খুলনা নৌ অঞ্চল রিয়ার এডমিরাল গোলাম সাদেক বরগুনার ও কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল মাসুদ ইকবাল চট্টগ্রামের বিভিন্ন স্থানে পূজা মন্ডপসমূহে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। পর্যবক্ষেণকালে তারা পূজা কমিটির সভাপতি, পুরোহিত ও সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় করেন।
সরকারের নির্দেশনা অনুযায়ী নৌবাহিনীর দায়িত্বর্পূণ এলাকাসমূহে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গোৎসব উদযাপনে নিরাপত্তা নিশ্চিতকল্পে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়ছে। শারদীয় র্দুগাপূজা উদযাপনে আঞ্চলিক কমান্ডারগণ সকলকে সহযোগিতা ও সমপ্রীতি প্রর্দশনের আহ্বান জানান। এ সময় নৌবাহিনীর প্রতিনিধির সাথে কোস্ট গার্ড পুলিশ, র্যাব, আনসার, স্থানীয় প্রশাসনসহ পূজা উদযাপন পরিষদরে নেতৃবৃন্দ উপস্থতি ছিলেন।