পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে বায়েজিদে যৌথ টহল

আজাদী প্রতিবেদন | বুধবার , ৯ অক্টোবর, ২০২৪ at ৬:৪৮ পূর্বাহ্ণ

সিএমপি’র উদ্যোগে নগরের বায়েজিদ থানা এলাকায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব উপলক্ষে পূজা মন্ডপগুলোর নিছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে গতরাতে যৌথ টহল বা রোভার্স পেট্রোল পরিচালনা করেছে পুলিশ। এ সময় বায়েজিদ বোস্তামী থানার ১০/১২ টি মোটর সাইকেল, থানার পেট্রোল গাড়ি, অফিসার ইনচার্জ ও সহকারী পুলিশ কমিশনার এর গাড়ি নিয়ে সাইরেন বাজিয়ে টহল দেয়া হয়।

টহল টিম অক্সিজেন, কুলগাওঁ, ওয়াজেদিয়া, শেরশাহ,বাংলাবাজার সহ গুরুত্বপূর্ণ সকল সড়ক ও পূজা মন্ডপসমূহ প্রদক্ষিণ করে। এই সময় উৎসুক জনতা ও পূজামন্ডপ এলাকার লোকজন পুলিশের নিরাপত্তা ব্যবস্থায় স্বস্তি প্রকাশ করেন।

বয়েজিদ থানার ওসি মো. আরিফুর রহমান আজাদীকে বলেন, সিএমপি কমিশনার মহোদয়ের নির্দেশনায় রোভার্স পেট্রোল পরিচালনা করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা কঠোরভাবে সবকিছু নজরদারি করছি।

পূর্ববর্তী নিবন্ধনিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, কাভার্ডভ্যান চালক নিহত
পরবর্তী নিবন্ধপশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজের সভা