পুড়েছে আমদানির অংশ, নিরাপদ রয়েছে রপ্তানির অংশ : বিমান উপদেষ্টা

| রবিবার , ১৯ অক্টোবর, ২০২৫ at ৯:৩৬ পূর্বাহ্ণ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, দুর্ঘটনাটি ঘটেছে শুধুমাত্র আমদানি কার্গো অংশে, রপ্তানি কার্গো সম্পূর্ণ নিরাপদ রয়েছে। গতকাল সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। খবর বাংলানিউজের।

উপদেষ্টা বলেন, আমাদের এখন দরকার এই সংকট অতিক্রম করা। দেশবাসীর কাছে দোয়া চাই, যেন আল্লাহতায়ালা আমাদের এই কাজ সহজ করে দেন। আমরা খুব দ্রুত বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম ফেরাতে চাই। তিনি জানান, দুর্ঘটনাটি ঘটেছে শুধুমাত্র আমদানি কার্গো অংশে, রপ্তানি কার্গো সম্পূর্ণ নিরাপদ আছে। ক্ষয়ক্ষতি নিরূপণ ও তদন্তের জন্য সর্বোচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হবে।

শেখ বশির উদ্দিন বলেন, আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য আহত হয়েছেন, তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো কিছু জায়গায় দাহ্য পদার্থ জ্বলছে। আমরা তা পর্যবেক্ষণে রেখেছি।

পূর্ববর্তী নিবন্ধনাশকতার প্রমাণ পেলেই কঠোর পদক্ষেপ
পরবর্তী নিবন্ধশাহজালাল বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ভয়াবহ আগুন