পুড়ল ৪৭ হাজার আড়ি ধান

গজর্নিয়া বাজারে আগুন

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | বুধবার , ১৩ জানুয়ারি, ২০২১ at ৮:০৭ পূর্বাহ্ণ

রামুর গজর্নিয়া বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি রাইস মিলের ৪৭ হাজার আড়ি ধান ও ৩শ বস্তা চাল পুড়ে গেছে। সংশ্লিষ্টরা জানান, গত সোমবার রাত দেড়টায় এ ঘটনা ঘটে। আগুনে গুদাম, মোবাইল ফোনের দোকান, সেলুনসহ ৭টি প্রতিষ্ঠানের মালামাল পুড়ে যায়।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফরহাদ হোসেন বলেন, রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। এ সময় আবু তাহের কোম্পানির রাইস মিলে আগুনের কুণ্ডলী দেখতে পান। পরে তা আশপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয় জনতার সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
মিল মালিক আবু তাহের কোম্পানি বলেন, তার প্রতিষ্ঠানে বিভিন্ন ব্যবসায়ীর প্রায় ৫০ হাজার আড়ি ধান ছিল। চাল ছিল সাড়ে ৩শ বস্তা। অন্যান্য মালামালও ছিল। তার ধারণা, শত্রুতাবশত কেউ এ কাজ করেছে। একাধিক সূত্র জানায়, আবু তাহের কোম্পানির রাইস মিলটি সম্প্রতি চালু হয়। ব্যবসায়ীরা দ্রুত এই মিলের দিকে ঝুঁকে পড়ছিল। সে কারণে এ ঘটনা ঘটতে পারে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু মো. ইসমাঈল নোমান বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে। ইউএনও প্রণয় চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আজ বুধবার স্থানীয় সংসদ সদস্য ঘটনাস্থলে যাবেন।

পূর্ববর্তী নিবন্ধ৩৪ টি অবৈধ জাল ও দুইশ’ কেজি মাছ জব্দ
পরবর্তী নিবন্ধবিকাশ একাউন্ট হ্যাক করে সাড়ে তিন লাখ টাকা লোপাট