পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস’ এসোসিয়েশন অব ছাগলনাইয়া (পুসাক)-এর আগামী এক বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি হিসেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৪র্থ বর্ষের শিক্ষার্থী সালমান আরিফ এবং সাধারণ সম্পাদক হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৩য় বর্ষের শিক্ষার্থী মাহিম সাঈদ জিসান মনোনীত হয়েছেন।
পুসাক ছাগলনাইয়া উপজেলার পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ছাত্র সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি এলাকার শিক্ষা ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছে।
শিক্ষাক্ষেত্রে উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি সংগঠনটি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। তাদের বিশ্বাস, ছাগলনাইয়ার শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নের মাধ্যমে সমাজের সার্বিক অগ্রগতি ও শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব হবে।