‘পুষ্পা-২’ প্রথম দিনেই অনলাইনে ফাঁস

| শুক্রবার , ৬ ডিসেম্বর, ২০২৪ at ৬:২৭ পূর্বাহ্ণ

দীর্ঘ প্রতীক্ষার পর গতকাল (৫ ডিসেম্বর) মুক্তি পেয়েছে দক্ষিণী সিনেমা ‘পুষ্পা’র সিকুয়্যাল ‘পুষ্পা: দ্য রুল’। এখন ভারতজুড়ে বইছে ‘পুষ্পা’ ঝড়। তবে মুক্তির মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই অনলাইনে এ সিনেমার সম্পূর্ণ এইচডি ভার্সনে ফাঁস হয়েছে। ‘ইন্ডিয়া টু ডে’র সংবাদে এমনটাই জানা গেছে। ‘পুষ্পা২’ বেশ কিছু ওয়েবসাইটে দেখা যাচ্ছে। সংবাদসূত্রে জানা যাচ্ছে, টরেন্টসহ অন্য বেশ কিছু প্ল্যাটফর্মে ফাঁস হয়েছে। এর মধ্যে রয়েছে ইবোমা, মুভিরুলস, নাইন এঙ মুভিজ, ফিল্মিজিলা, তামিলইয়োগী, বলিফরইউ, জয়সা মুভিজ ইত্যাদি প্ল্যাটফর্ম। দক্ষিণী পরিচালক সুকুমারের এ সিনেমা বঙ অফিসের সব রেকর্ড ভেঙে দেবে বলে আভাস পাওয়া যাচ্ছে। আজ মুক্তির প্রথম দিনেই এ সিনেমা সকাল ৮টার মধ্যে মোট ২১.০৮ কোটি রুপির ব্যবসা করেছে। ভারতেই খোলা হয়েছিল সিনেমাটির অ্যাডভান্সড বুকিং পোর্টাল। আর প্রথম ১০ ঘণ্টার মধ্যেই বুকিং হয়েছিল প্রায় ৫৫ হাজার টিকিট।

সিনেমার পাইরেসির জন্য শাস্তিও রয়েছে, ভারতের ১৯৫২ সালের সিনেমাটোগ্রাফি আইনে ২০১৩ সালে সিনেমার পাইরেসি সংক্রান্ত কিছু নিয়মে পরিবর্তন আনা হয়। ভারতের সেন্সর বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনও এ আইনের উপরেই কাজ করে থাকে। এ আইন অনুসারে পাইরেসির সঙ্গে যুক্ত কাউকেই রেহাই দেওয়া হবে না। পাইরেসির অপরাধে কেউ দোষী প্রমাণিত হলে ৩ লাখ টাকা জরিমানা ধার্য করা হবে তার উপর এবং সব সিনেমা নির্মাণের খরচের ৫ শতাংশ সেই ব্যক্তিকে জরিমানা দিতে হবে।

পূর্ববর্তী নিবন্ধঋত্বিক ঘটক স্মারক বক্তৃতা আজ
পরবর্তী নিবন্ধআজ ফারজানা করিমের একক আবৃত্তি সন্ধ্যা