পুষ্টিকর সাপ্লিমেন্টের জন্য লাইনে দাঁড়ানো ৮ শিশু নিহত

গাজায় ইসরায়েলি হামলা

| শুক্রবার , ১১ জুলাই, ২০২৫ at ১১:৪৫ পূর্বাহ্ণ

গাজার মধ্যাঞ্চলে একটি মেডিকেল পয়েন্টের কাছে ইসরায়েলি হামলায় ৮ শিশু ও দুই নারীসহ অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে সেখানকার এক হাসপাতাল জানিয়েছে। খবর বিডিনিউজের।

আলআকসা মার্টায়ার্স হাসপাতাল বলছে, দেইর আলবালাহ এলাকায় পুষ্টিকর সাপ্লিমেন্টের জন্য লাইন দাঁড়ানো লোকদের ওপর ওই হামলা হয়েছে। হাসপাতাল থেকে পাওয়া এক রক্তাক্ত ভিডিও একাধিক শিশুর মরদেহ এবং আরও কিছু আহত শিশুকে চিকিৎসা দেওয়ার দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা এ খবরের সত্যতা যাচাই করে দেখছে।

পুষ্টিকর সাপ্লিমেন্ট বলতে সাধারণত ভিটামিন ডি ট্যাবলেট, আয়রন ট্যাবলেন, ওমেগা সাপ্লিমেন্ট ও গুড়ো প্রোটিনের মতো নানান সহায়ক পথ্যকে বোঝায়। গাজার ওই মেডিকেল পয়েন্ট থেকে কী কী পাওয়া যাচ্ছিল তা জানা যায়নি। বৃহস্পতিবার গাজার অন্যান্য এলাকায় ইসরায়েলি হামলায় আরও ২৬ জন নিহতের খবর পাওয়া গেছে। নতুন যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে দোহায় হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ আলোচনা চলাকালেও ফিলিস্তিনি এ ভূখণ্ডটিতে তেল আবিবের হামলা থেমে নেই।

প্রতিদিনই তাদের হামলায় গাজায় ডজন ডজন মানুষের মৃত্যুর খবর মিলছে। দোহার এ আলোচনায় কাতার ও মিশরের পাশাপাশি মধ্যস্থতা করছে যুক্তরাষ্ট্রও। আলোচনায় শিগগিরই ফল আসবে বলে ওয়াশিংটন আশাবাদ ব্যক্ত করলেও হামাস ও ইসরায়েলের কর্মকর্তাদের সামপ্রতিক মন্তব্যে দ্রুত কোনো ব্রেক থ্রুর আশা দেখা যাচ্ছে না।

বুধবার রাতে উর্ধ্বতন এক ইসরায়েলি কর্মকর্তা ওয়াশিংটনে সাংবাদিকদের বলেছেন, যুদ্ধবিরতি নিয়ে চুক্তিতে পৌঁছাতে একদুই সপ্তাহ লেগে যেতে পারে। এমন এক সময়ে তিনি এ কথা বললেন যখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফর চলছে। ইসরায়েলি ওই কর্মকর্তা আরও বলেছেন, দুই পক্ষ ৬০ দিনের কোনো যুদ্ধবিরতিতে পৌঁছালে, ইসরায়েল ওই সময়টাকে যুদ্ধের একটি স্থায়ী সমাপ্তির প্রস্তাব দেওয়ার জন্য কাজে লাগাতে চায়, সেখানে অবশ্যই হামাসকে নিরস্ত্র হওয়ার শর্ত দেওয়া হবে। যদি হামাস অস্ত্র সমর্পণে রাজি না হয়, তাহলে ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত থাকবে।

এর আগে হামাস বলেছিল, আলোচনা কঠিন হয়ে উঠেছে, এজন্য ইসরায়েলি একগুঁয়েমিকেও দায়ী করেছে তারা। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটি বলছে, ১০ জন জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়ে তারা নমনীয়তার পরিচয় দিয়েছে। তারা ইসরায়েলি হামলার অবসান ঘটাবে এমন বিস্তৃত চুক্তির দাবিও পুনর্ব্যক্ত করেছে।

পূর্ববর্তী নিবন্ধলোহিত সাগরে হুতিদের হামলায় এক সপ্তাহের মধ্যে ডুবলো দ্বিতীয় জাহাজ
পরবর্তী নিবন্ধচন্দনাইশ পূর্ব বরকল সুন্নীকল্যাণ পরিষদের কারবালা মাহফিল আজ