চট্টগ্রামে সাবেক দুদক কর্মকর্তা পুলিশ হেফাজতে মারা যাওয়ার ঘটনায় চান্দগাঁও থানার ওসি ও ওসি তদন্ত, দুই এএসআইসহ ৯ জনের বিরুদ্ধে থানায় মামলা রেকর্ড হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেছার নির্দেশে এই মামলাটি চান্দগাঁও থানায় রেকর্ড করা হয়।
চান্দগাঁও থানার পরিদর্শক তদন্ত দৈনিক আজাদীকে বলেন, মামলাটি আজ রেকর্ড করা হয়েছে।
পিবিআই চট্টগ্রাম মহানগর পরিদর্শক ইলিয়াস খান দৈনিক আজাদীকে বলেন, আদালতের নির্দেশ মোতাবেক মামলাটির কাগজপত্র আজকে চান্দগাঁও থানায় পাঠানো হয়েছে।
চট্টগ্রাম মহানগর পিপি আবদুর রশীদ বলেন, এইটাই নিয়ম পুলিশ হেফাজতে নির্যাতন ধারার মামলাগুলো তদন্ত করেন এসপি বা তার উর্ধ্বতন কোন কর্মকর্তা। এই মামলার ক্ষেত্রে একই রকম আদালত অভিযোগ গ্রহন করে থানা মামলা হিসেবে রেকর্ড করতে এবং পিবিআই এসপি বা তার উর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক তদন্ত করার নির্দেশ দিয়েছেন।
সবগুলো আদালতের নির্দেশনা মোতাবেক হবে।
এর আগে অক্টোবরের ১৬ তারিখ (সোমবার) পুলিশ হেফাজতে সাবেক দুদক কর্মকর্তা শহিদুল্লাহ মারা যাওয়ার ঘটনায় চান্দগাঁও থানার ওসিসহ ৯ জনের বিরুদ্ধে মহানগর দায়রা জজ আদালতে মামলা দায়ের করলে আদালত থানায় মামলা রেকর্ড করতে এবং ঘটনাটি তদন্ত করার জন্য পিবিআইকে নির্দেশ দেন।