পু‌লিশ হেফাজতে দুদক কর্মকর্তার মৃত্যু : চান্দগাঁও থানার ও‌সির বিরু‌দ্ধে মামলা

আজাদী অনলাইন | সোমবার , ১৬ অক্টোবর, ২০২৩ at ৪:১৪ অপরাহ্ণ

চট্টগ্রামে দুদকের সাবেক কর্মকর্তা পু‌লিশ হেফাজতে মারা যাওয়ার ঘটনায় চাদগাঁও থানার ওসি ও ও‌সি তদন্ত, দুই এএসআইসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ক‌রেছেন নিহত দুদক কর্মকর্তা মোহাম্মদ শ‌হিদুল্লাহর স্ত্রী।

মামলায় অ‌ভিযুক্তরা হলেন- ও‌সি খায়রুল ইসলাম, এএসআই মোঃ ইউসুফ, এএসআই সো‌হেল রানা, প‌রিদর্শক (তদন্ত) মোঃ মবিনুল হক, শহীদুল্লাহর প্রতিবেশি এস এম আসাদুজ্জামান, জ‌সিম উ‌দ্দিন, মোঃ লিটন, রনি আক্তার তা‌নিয়া, ক‌লি আক্তার।

সোমবার (১৬ অ‌ক্টোব‌র) বাদির অ‌ভিযোগ শুনে মহানগর দায়রা জজ ড. বেগম জেবুন্নেছা মাম‌লা‌টি গ্রহন ক‌রে আদেশের জন্য রাখেন।

মামলার বাদী‌নি ফয়‌জিয়া বলেন, আ‌মি আদালতের কাছে আমার স্বামী হত্যার বিচার চাইছি, আদালত আমার কথা শুনেছেন। আশা কর‌ছি আদালত ভালো কিছু আদেশ দিবেন। আদালতের কাছে ন্যায় বিচার পাবো।

বাদীর আইনজী‌বী এড. রেজাউল ক‌রিম চৌধুরী দৈ‌নিক আজাদী বলেন, ভুয়া মামলায় গ্রেফতার হয়ে পু‌লিশ হেফাজতে নির্যাতনের অ‌ভি‌যোগে ও‌সি, ও‌সি তদন্তসহ দুইজন এএসআইসহ নয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, আদালত মামলা‌টি গ্রহন করে আদেশের জন্য রেখেছেন।

রাষ্ট্রপ‌ক্ষের আইনজীবী এড. আবদুর রশীদ আজাদীকে বলেন, বাদী‌নি অ‌ভি‌যোগ ক‌রেছেন সাবেক ঐ দুদক কর্মকর্তা শ‌হিদুল্লাহ পুলিশ হেফাজতে মারা গে‌ছেন। এই মামলায় তদন্ত রি‌পোর্ট না আসা পর্যন্ত কিছু বলতে পারবো না।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীর হাক্কানী খাদ্য গুদামকে আবারও লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ট্যানারি বর্জ্য মিশিয়ে মাছ-মুরগির খাদ্য তৈরি