পুলিশ হত্যার আসামিসহ গ্রেপ্তার ২

পাঠানটুলি থেকে অস্ত্র ও ছোরা উদ্ধার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২১ জানুয়ারি, ২০২১ at ৬:২৫ পূর্বাহ্ণ

নির্বাচনী সংঘাত ও সংঘর্ষে উত্তপ্ত পাঠানটুলি থেকে এবার অস্ত্র, গুলি ও ছোরাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ডবলমুরিং থানা পুলিশ। নির্বাচনকে সামনে রেখে তারা এখানে এসেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো- অর্জুন দে (২৭) ও হারুন (৪২)। এর মধ্যে অর্জুন ২০১৪ সালে পুলিশ সদস্য নায়েক ফরিদ হত্যা মামলার আসামি। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, দস্যুতাসহ চারটি এবং হারুনের বিরুদ্ধে অস্ত্র, দস্যুতাসহ তিনটি মামলা রয়েছে।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন আজাদীকে বলেন, নির্বাচনকে প্রভাবিত করার লক্ষ্যে তারা সংগঠিত হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি এলজি, এক রাউন্ড গুলি এবং একটি ছোরা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের আরো পাঁচ সহযোগীর নাম উল্লেখ করেছে। জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পূর্ববর্তী নিবন্ধটিপুসহ চার আসামির জামিন বাতিল কারাগারে প্রেরণ
পরবর্তী নিবন্ধযুবলীগ চেয়ারম্যান পরশ করোনায় আক্রান্ত