বিএনপির মহাসমাবেশের দিন সংঘর্ষের মধ্যে দৈনিক বাংলার মোড় এলাকায় যে পুলিশ সদস্য নিহত হয়েছেন, তাকে এক ছাত্রদল নেতা কুপিয়ে হত্যা করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। পুলিশ সদস্যকে পেটানোর বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হওয়ার মধ্যে মন্ত্রী বলেন, আমাদের কাছে ছবি রয়েছে, এক ছাত্রদলের নেতা নৃশংসভাবে তাকে পিটিয়েছে; শুধু পেটান নাই, তাকে চাপাতি দিয়ে কুপিয়ে তার মাথাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। এ দৃশ্য সবার হৃদয়ে দাগ কেটেছে।
গতকাল সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত পুলিশ সদস্য ও আহত পুলিশদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এদিন নয়া পল্টনে বিএনপির, বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের এবং মতিঝিলে জামায়াতের সমাবেশকে ঘিরে রাজনীতিতে ছিল টান টান উত্তেজনা, উদ্বেগ–আতঙ্ক। পুলিশের অনুমতি ছাড়াই আরামবাগ মোড়ে জামায়াতের সমাবেশটি শান্তিপূর্ণভাবে হলেও বিএনপির সমাবেশের অদূরে কাকরাইল ও বিজয়নগর মোড়ে ঘটে যায় তুলকালাম। কাকরাইলে প্রথমে আওয়ামী লীগের নেতাকর্মী ও পরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপির নেতাকর্মীরা। খবর বিডিনিউজের।











