পুলিশ সপ্তাহে পদক পেলেন র‌্যাব-৭ অধিনায়কসহ তিন কর্মকর্তা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ৬:৪৪ পূর্বাহ্ণ

সাহসিকতা, বীরত্বপূর্ণ অবদান, অপরাধ নিয়ন্ত্রণ ও সেবামূলক কাজের জন্য ‘পুলিশ সপ্তাহ ২০২৪’ উপলক্ষে পদক পেলেন র‌্যাব, চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব আলমসহ তিন কর্মকর্তা। পদক পাওয়া অপর দুই কর্মকর্তা হলেন স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল।

২০২৩ সালে অসীম সাহসিকতা, বীরত্বপূর্ণ অবদান, মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা প্রদর্শন, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের জন্য র‌্যাব, চট্টগ্রামের এর অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব আলম, পিপিএম, পিএসসিকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাদেকুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবালকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএমসেবা) পদক প্রদান করা হয়। পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যান্যদের সাথে এই তিন কর্মকর্তাকে পদক প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধগৃহস্থলি কাজে কাপ্তাই লেকের পানি, প্রভাব বিদ্যুৎ উৎপাদনে
পরবর্তী নিবন্ধ৭৮৬