বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক স্থাপন ও প্রতারণার অভিযোগে নগর পুলিশের সদ্য যোগদানকারী তাওহিদুল ইসলাম নামের এক এসআইয়ের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক কলেজছাত্রী। গতকাল বৃহস্পতিবার মহানগর হাকিম সরোয়ার জাহানের আদালতে তিনি মামলাটি করেন। শুনানি শেষে আদালত মামলাটি তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন।
পুলিশ সদস্য তাওহিদুল ইসলাম কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের ২নং ওয়ার্ডের আবদুর রাজ্জাকের ছেলে। অন্যদিকে মামলার বাদী নাসিরাবাদ সরকারি মহিলা কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্রী। বাড়ী খাগড়াছড়ির মাটিরাঙ্গায়। মামলার বিষয়টি নিশ্চিত করে বাদীর আইনজীবী রুবেল পাল আজাদীকে বলেন, আমার মক্কেলের সাথে বিয়ের প্রলোভনে বড় ধরণের প্রতারণা হয়েছে। কাবিননামা মূলে বিয়ে মর্মে হলফনামা সৃজন করে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়ানো হয়। এসব কারণে আমার মক্কেল দণ্ডবিধির ৪৯৩ ও ৪২০ ধারায় পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার আরজিতে বলা হয়, ২০১০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বাদীর বাসায় গৃহশিক্ষক ছিলেন আসামি। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে ২০১৮ সালের ৩০ সপ্টেম্বর বিয়ের শর্তে হলফনামা সম্পাদন হয়। পরবর্তীতে তারা একাধিকবার শারীরিক সম্পর্কে মিলিত হয়। আরজিতে আরও বলা হয়, কিছুদিন পর আসামি পুলিশের এসআই পদে চাকরি পান এবং ২০২০ সালের ৩০ এপ্রিল সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণে যান। একপর্যায়ে তিনি প্রশিক্ষণ থেকে ফিরে এসে বিবাহের হলফনামা সম্পাদন থেকে শুরু করে সব সম্পর্কের কথা অস্বীকার করে আসছেন। এদিকে মামলার আরজিতে পুলিশ সদস্য তাওহিদুল ইসলাম বায়েজিদ বোস্তামী থানায় কর্মরত আছেন বলা হয়। কিন্তু বায়েজিদ থানা পুলিশ বলছে, পুলিশ সদস্য তাওহিদুল ইসলাম বর্তমানে আদালতের নগর পুলিশের প্রসিকিউশন শাখায় কর্মরত আছেন।