নগরীর পুলিশ প্লাজা দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির আহ্বায়ক কমিটির এক সভা গত শনিবার মার্কেটের ৮ম তলার একটি হলে অনুষ্ঠিত হয়েছে। সভায় ২১ সদস্যের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। নতুন এ কমিটিতে মো. অহিদুল ইসলাম চৌধুরীকে (শরীফ) সভাপতি ও মো. কলিম উল্লাহকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এছাড়া কমিটিতে সিনিয়র সহ সভাপতি পদে মো. শহীদুল ইসলাম, সহ সভাপতি মো. রাশেদুল আলম, যুগ্ম সম্পাদক মো. আব্দুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম (মঈনুল), অর্থ সম্পাদক এ এস এম নূরুল আজিম, দপ্তর সম্পাদক মো. শেফাউল্লাহ, প্রচার সম্পাদক জয় সেন হিরু, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো. রেজাউল করিম নির্বাচিত হন।
এছাড়া কার্যকরী সদস্য পদে নির্বাচিত হন মোহাম্মদ আলী হায়দার মামুন, ওয়াহিদ বিন হোসেন (পারভেজ), শেখ মাহবুবুর রহমান, মো. হানিফ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইমরুল কায়েস ইমু, মো. মিসবাহ মিশু, মু. জাহেদুল হক, মো. মাসুম চৌধুরী ও মোহাম্মদ রুবেল। প্রেস বিজ্ঞপ্তি।