পুলিশ পরিদর্শকসহ দুজনের বিরুদ্ধে আদালতে মামলা

কলেজছাত্রকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:০০ পূর্বাহ্ণ

কলেজছাত্রকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে পুলিশের এক পরিদর্শকসহ দুজনের বিরুদ্ধে আদালতে একটি মামলা হয়েছে। তারা হলেন নগরীর কোতোয়ালী থানার সাবেক পরিদর্শক (তদন্ত) মো. আরমান হোসেন ও নগরীর ফিরিঙ্গিবাজার এলাকার বাসিন্দা জান্নাতুন নুর সোমাইয়া। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান জিনিয়ার আদালতে মো. মামুন আহাম্মেদ বাদী হয়ে নালিশি মামলাটি দায়ের করেন।

মামলার আরজিতে বলা হয়, বাদীর ছেলে মিনহাজুল ইসলাম রাফি নগরীর ইসলামিয়া কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। ২০২৩ সালের ২০ ডিসেম্বর নিজ বাসায় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। অপর একটি কলেজের শিক্ষার্থী জান্নাতুনের সাথে তার তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল। জান্নাতুন একই সময় অপর একজন ছেলের সাথেও সম্পর্ক গড়ে তোলেন। বিষয়টি রাফি মেয়েটির বাবাকে জানিয়ে দেন। এতে তার বাবা ক্ষুব্ধ হয়ে কোতোয়ালী থানায় একটি জিডি করেন। এতে বলা হয়, রাফি তার মেয়ের অশ্লীল কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন।

আরজিতে বলা হয়, সামান্য একটি জিডির ভিত্তিতে রাফিকে থানায় ডেকে নিয়ে যান পুলিশ কর্মকর্তা আরমান। এরপর বাদীকে ফোন করে দুই লাখ টাকা নিয়ে থানায় যেতে বলা হয়। অন্যথায় রাফিকে মাদক ও অস্ত্র মামলায় চালান করে দেওয়ার হুমকি দেওয়া হয় উল্লেখ করে বলা হয়, একপর্যায়ে বাদী ও বাদীর স্ত্রী থানায় যান। সেখানে সাড়ে চার ঘণ্টা ধরে তাদের তিনজনকে আটকে রেখে মানসিক অত্যাচার করা হয়।

আরো বলা হয়, দুই লাখ টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়ে এবং নগদ ৫ হাজার টাকা দেওয়ার পর তারা তিনজন রাত ১০টার দিকে থানা থেকে বাসায় যাবার অনুমতি পান। পরবর্তীতে থানায় নিয়ে যাওয়া ও থানায় সংঘটিত ঘটনাসমূহ সহ্য করতে না পেরে রাফি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

আদালতের বেঞ্চ সহকারী নূরে খোদা আজাদীকে বলেন, মামলা রেকর্ড হলেও আদেশ হয়নি। আদালত পরবর্তীতে আদেশ দেবেন।

পূর্ববর্তী নিবন্ধবন্দর থানার মামলার আসামি সীতাকুণ্ডে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচাকসুর খসড়া ভোটার তালিকায় শিক্ষকের নাম, একাধিক ভুল