পুলিশ পরিচয়ে প্রতারণা সাতকানিয়ায় গ্রেপ্তার ১

সাতকানিয়া প্রতিনিধি  | শনিবার , ২৬ আগস্ট, ২০২৩ at ৫:৩৪ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় পুলিশ পরিচয় দেওয়া এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম মোঃ সাইফুল ইসলাম (৩৬)। এ সময় তার কাছ থেকে সহকারী পুলিশ সুপার পদমর্যদার অফিসারের ব্যবহৃত ক্যাপ, বেল্ট ও গোয়েন্দা পুলিশের ব্যবহৃত জ্যাকেট উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশের জনার কেঁওচিয়া আদর্শ আদর্শ উচ্চ বিদ্যালয় এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ঘটনার দিন রাতে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশের জনার কেঁওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি করা হচ্ছিল। এসময় কক্সবাজার থেকে ছেড়ে আসা রবি এক্সপ্রেস নামক একটি যাত্রীবাহী বাসে তল্লাশিকালে পুলিশ পরিচয় দেওয়া মোঃ সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত জানান, গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম সহকারী পুলিশ সুপার পদমর্যদার অফিসারের ক্যাপ, বেল্ট ও গোয়েন্দা পুলিশের ব্যবহৃত জ্যাকেট পরিধান করে গাড়িতে বসা ছিল। তখন তার পরিচয় জানতে চাইলে নিজেকে কক্সবাজারের টেকনাফ থানার এসআই পরিচয় দেয়। পরে তার বিপি নম্বর ও আইডি কার্ড দেখতে চাইলে কিছুই দেখাতে পারেনি। এরপর তাকে গাড়ি থেকে নামিয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানায় সে টেকনাফ থানার এসআই নয়, ভুয়া পুলিশ। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল তাকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধবহদ্দারহাটের দুই হোটেলে অভিযান নারীসহ আটক ৪০
পরবর্তী নিবন্ধরাষ্ট্রকাঠামো বিনির্মাণের বার্তা জনগণের দ্বারে দ্বারে পৌঁছে দিতে হবে : শাহাদাত