পুলিশ পরিচয়ে গরু ডাকাতি, আটক ৪

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৯ অক্টোবর, ২০২৪ at ৯:২৫ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে পুলিশ পরিচয়ে গরু ডাকাতির ঘটনায় স্থানীয়দের সহায়তায় সন্দেহভাজন ৪ যুবককে আটক করেছে পুলিশ। একটি গরুর খামারের কেয়ারটেকার মো. হোসেনকে (৪৫) অস্ত্রের ভয় দেখিয়ে ও মারধর করে খামার থেকে গাভীসহ দুইটি গরু লুট করে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।

ঘটনার পরের দিন রাতে ওই এলাকা থেকে সন্দেহজনক চার যুবককে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে তুলে দেন। এ সময় তাদের তল্লাশি করে একটি টিপ ছুরি ও ২টি টর্চলাইট উদ্ধার করে পুলিশ। আটকরা হলেন মো. আরমান (২৪), মো. হাশেম (২৩), নাঈম উদ্দীন সুমন (২৩) ও ফারহাদ বিন আজিজ (২৩)। তারা সবাই কর্ণফুলী ও পটিয়া উপজেলার বাসিন্দা। জানা যায়, গত রোববার দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটের দিকে কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ইয়ার মোহাম্মদ চৌধুরী বাড়ির শাহ অহিদিয়া ডেইরি ফার্ম এলাকায় সন্দেহজনকভাবে তাদের আটক করা হয়। খামারের মালিক একই এলাকার মৃত মো. জমিরের ছেলে মো. ইকবাল বাহার (৪২)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত শনিবার রাত প্রায় ৪টার দিকে একটি মোটরসাইকেল ও একটি ছোট মিনি পিকআপ যোগে ১০/১২ জন লোক পুলিশের পোশাক পরে খামারে প্রবেশ করে। এ সময় খামারের কেয়ারটেকার মো. হোসেন প্রথম ৪ জনকে পুলিশের পোশাক পরা দেখে স্যার বলে সম্বোধন করেন। কিন্তু পরক্ষণেই দেখেন তাদের মধ্যে পিছনে কয়েকজনের গায়ে পুলিশের পোশাক নেই। তবে সবাই মুখোশ পরিহিত ছিল। তারা হাতে লম্বা কিরিচ, রাম দাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত ছিল। মুহূর্তেই অতর্কিতভাবে হোসেনের উপর হামলা চালান ডাকাতরা, মারধর করে খামার থেকে ২টি গরু পিকআপে তুলে নিয়ে পালিয়ে যান। এর মধ্যে একটি বড় গাভী ও আরেকটি বাছুর। গরু দুটির আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা। খামারের মালিক ইকবাল বাহার জানান, রাতে আমার খামারে পুলিশ পরিচয়ে ২টি গরু ডাকাতি করে নিয়ে যায়। রাত প্রায় সাড়ে ৩টার অপরিচিত ৪ যুবককে আমার খামারের পাশে সন্দেহজনক ঘুরাঘুরি করতে দেখা যায়। পরে তাদের সাথে কথা বলে সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাদের ধরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।

পূর্ববর্তী নিবন্ধআজ থেকে কাজে যোগ দিবেন শ্রমিকরা
পরবর্তী নিবন্ধঅনিয়ম, মুরাদপুরে তিন প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা