জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সিএমপি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হয় সকালে দামপাড়া পুলিশ লাইন্সে ‘জনক’ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে। এরপর পুনাক কার্যালয়ে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, দোয়া মাহফিল ও পুনাক কর্মীদের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়া খাবার বিতরণ করা হয় কদম মোবারক মাদ্রাসার এতিম শিশুদের মাঝে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপি পুনাকের সভানেত্রী রীতা দাস, সহ-সভানেত্রী রুবি ইয়াসমিনসহ অন্যান্য সদস্যবৃন্দ।
আলোচনা সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শাহাদত বরণকারী সদস্যদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।