Home আজকের পত্রিকা প্রথম পাতা পুলিশ দেখে বিদেশি মদ বোঝাই কার ফেলে পালালো পাচারকারী

পুলিশ দেখে বিদেশি মদ বোঝাই কার ফেলে পালালো পাচারকারী

0
পুলিশ দেখে বিদেশি মদ বোঝাই কার ফেলে পালালো পাচারকারী

কার্টুন ভর্তি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মাদকদ্রব্যসহ একটি প্রাইভেটকার ফেলে পালিয়েছে পাচারকারীরা। গতকাল বৃহস্পতিবার ভোরে হাইওয়ে পুলিশ মাদকদ্রব্যসহ ফেলে যাওয়া প্রাইভেট কারসহ প্রায় দশ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্যগুলো জব্দ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাচট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ডের বিভিন্নস্থানে হাইওয়ে থানার রাত্রিকালীন পেট্রোল টিম ডিউটি করার সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোপন সংবাদে জানতে পারেন, মহাসড়কে প্রাইভেটকারে করে বিদেশি মাদক পাচার হচ্ছে। এসময় বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীরের নেতৃত্বে পুলিশের তিনটি টিম বিভিন্নস্থানে গাড়িতে তল্লাশি শুরু করে। মাদক পাচারকারীরা বিষয়টি জানতে পেরে তাদের ব্যবহৃত প্রাইভেট কারটি মহাসড়কের সীতাকুণ্ড থানাধীন চট্টগ্রামমুখী লেনে জিপিএইচ ইস্পাতের গেটের সামনে রাস্তার বাম পাশে রেখে চালকসহ পাচারকারীরা পালিয়ে যায়। পরে হাইওয়ে পুলিশের একটি পেট্টোল টিম ঢাকা মেট্রো গ ১১৩৭৫৫ গাড়িটি উদ্ধার করে।

বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, প্রাইভেটকারটি সিগনাল অমান্য করে বেপরোয়া গতিতে গিয়ে জিপিএইচ ইস্পাতের গেটের সামনে রাস্তার বাম পাশে রেখে চালকসহ পাচারকারী পালিয়ে যায়। হাইওয়ে পুলিশের টিম গাড়িটি জব্দ করার পর স্থানীয় মানুষের উপস্থিতিতে গাড়িতে তল্লাশি চালিয়ে কার্টুন ভর্তি ২০০ বোতল বিদেশি মাদকদ্রব্য উদ্ধার করা হয়। বর্তমানে ওই মাদকদ্রব্যের দাম ১০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। এঘটনায় থানায় মামলা রেকর্ড করা হয়েছে।