পুলিশ দেখে পালাল বর-কনেসহ অতিথিরা

লকডাউনে বিয়ে

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ২৯ জুন, ২০২১ at ৫:২৩ পূর্বাহ্ণ

সরকারের ঘোষিত লকডাউন অমান্য করে রাউজানের নোয়াপাড়ায় একটি কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয়েছিল বিয়ের অনুষ্ঠান। পুলিশের হানায় তা পণ্ড হয়ে গেছে। গতকাল সোমবার নোয়াপাড়া পথের হাটের পশ্চিম পার্শ্বস্থ একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে ৫/৬ শ অতিথির খাওয়ার আয়োজন চলছিল। সাজানো স্টেজে এসে বসেছিল বর কনে। দুপুরের এই অনুষ্ঠানে হঠাৎ এসে উপস্থিত হন রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীমের নেতৃত্বে পুলিশ দল। পুলিশ দেখে বিয়েতে অংশ নেয়া অতিথিরা যে যার মত করে পালাতে থাকে। একই ভাবে বিয়ের স্টেজে বসা বর কনেও পরস্পরের হাত ধরে বাইরের বৃষ্টিতে ভিজে কমিউনিটি সেন্টার ত্যাগ করেন। পরে পুলিশ সুপার কমিউনিটি সেন্টারের ব্যবস্থাপক ও কনের অভিভাবককে ডেকে এনে লকডাউনের মধ্যে বিয়ে আয়োজনে কমিউনিটি সেন্টার ভাড়া দেয়া ও বিয়ের অনুষ্ঠান আয়োজনের ব্যাখ্যা চান। আর এমন হবে না মর্মে মুচলেখা দিয়ে তারা ছাড়া পান।
সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম বলেন সরকারি বিধি নিষেধ অমান্য করে তারা বিয়ের আয়োজন করছিল। একারণে অনুষ্ঠান ভেঙ্গে দিয়ে তাদের কাছ থেকে আর এমন ঘটনা ঘটাবে না মর্মে মুচলেখা নেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপিবিআই কর্মকর্তা ইয়াবাসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধ৫ জেটিতে স্ক্র্যাপসহ ভারী পণ্যবাহী জাহাজের বার্থিং এক মাস বন্ধ