লোহাগাড়ায় পুলিশ দেখে পালানোর চেষ্টাকালে ডাকাতির উদ্দেশ্যে রাখা অস্ত্র–গুলিসহ মো. সোহেল (৪২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সোহেল কক্সবাজারের চকরিয়া থানার বিএমচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বহদ্দারকাটা পুচ্ছালিয়া পাড়ার মৃত নুরুল আমিনের পুত্র।
পুলিশ জানায়, চকরিয়া থেকে এক ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে অস্ত্র নিয়ে উপজেলার পদুয়া ইউনিয়নের ঠাকুরদিঘী এলাকায় যাচ্ছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের জাঙ্গালিয়া এলাকায় চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি করা হয়। এ সময় চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশিকালে এক যাত্রী প্রস্রাব করার কথা বলে হাতের ব্যাগসহ দৌড়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ তাকে ধাওয়া করে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে পুরাতন গামছা মোড়ানো অবস্থায় ১টি দেশিয় তৈরি কাটা রাইফেল, ৭ রাউন্ড রাইফেলের গুলি, কাঠের বাটযুক্ত ১টি ছোরা, কালো রংয়ের ১টি মাংকি টুপি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি অস্ত্র ও গুলিসহ অন্যান্য সরঞ্জাম ডাকাতি করার উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন।
লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, গ্রেপ্তার সোহেলের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়া তিনি দুটি ডাকাতি মামলায় ১৬৪ ধারার জবানবন্দির আসামি। গতকাল মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি।