নগরীর হালিশহরের উত্তর আগ্রাবাদে ঘরের দরজা ভাঙচুর ও আলমারি থেকে ১০ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগে চট্টগ্রামের এক ডেপুটি পুলিশ কমিশনারসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছে এক ব্যক্তি। ঐ ডেপুটি পুলিশ কমিশনারের নাম হোসাইন মো. কবির ভূঞা। অপর দুজন হলেন, তার ভাই মো. ছগির আহমদ ভূঞা ও ছগির আহমদ ভূঞা’র স্ত্রী সুমি আকতার। গত রোববার চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালতে মো. ইকবাল হোসেন নামের ঐ ব্যক্তি বাদী হয়ে নালিশি মামলাটি দায়ের করেন। আদালতের বেঞ্চ সহকারী তারিকুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি দৈনিক আজাদীকে নিশ্চিত করে বলেন, আদালত বাদীর জবানবন্দি নিয়ে মামলাটি সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।
মামলার আরজিতে বলা হয়, দীর্ঘদিন যাবৎ পুলিশ কর্মকর্তা কবির ভূঞা’র ভাই ছগির বাদীর দোকান ঘরের ভাড়াটিয়া ছিলেন। চুক্তির মেয়াদ শেষ হলে দোকানঘর ছাড়ার জন্য বলা হলেও তিনি দীর্ঘদিন যাবৎ বাদীর মালিকানাধীন সম্পত্তি ছাড়েন নাই। পরবর্তীতে বাদী বাধ্য হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। আসামি ছগিরকে উচ্ছেদের জন্য আদালতে ২০২৩ সালে একটি মোকদ্দমা দায়ের করা হয়। গত বছরের ২৪ জুলাই আসামি ছগিরকে উচ্ছেদের জন্য আদেশ দেন বিচারক এবং একই বছরের ২৫ আগস্ট আদালতের কর্মকর্তার উপস্থিতিতে ছগিরকে উচ্ছেদ পূর্বক বাদীকে দোকানঘরের দখল বুঝিয়ে দেওয়া হয়।
মামলার আরজিতে বলা হয়, কিছু দিন অতিবাহিত হওয়ার পর ছগিরের ভাই পুলিশ কর্মকর্তা কবির ভূঞার মাধ্যমে স্থানীয় থানাকে চাপ দিয়ে বাদীর দোকানঘর সংলগ্ন কিছু জায়গা পুনরায় দখলে নেয় ছগির ও ছগিরের স্ত্রী। সর্বশেষ গত বছরের ৩১ ডিসেম্বর পুলিশের ড্রেস পরিহিত এবং ড্রেস ছাড়া কিছু পুলিশ গিয়ে ছগিরকে পুনরায় দোকানঘর সংলগ্ন জায়গা ভাড়া দিতে চাপ দেয়। এ সময় বাদীর ঘরের শাহী দরজা ভাঙচুর করা হয়। আসামিরা বাদীর ঘরের ভেতরে ঢুকে বাদীর মায়ের কক্ষের ভেতরে থাকা আলমারি থেকে ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১৩ লাখ টাকা।