জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন মামলায় পুলিশের এক এসআইয়ের (উপ–পরিদর্শক) বিরুদ্ধে মামলা করেছে দুদক। সুমন কুমার দে নামের নামের ওই এসআই বর্তমানে রাঙ্গুনিয়া থানায় কর্মরত আছেন। গতকাল দুদক সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা–১ এ মামলাটি দায়ের করেন সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম–১ এর সহকারী পরিচালক মাহমুদা আক্তার। সমন্বিত জেলা কার্যালয়–চট্টগ্রাম–১ এর উপ–পরিচালক নাজমুচ্ছায়াদাত আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন। সুমন কুমার দে কক্সবাজারের মহেশখারী থানাধীন বড় মহেশখালীর হিন্দুপাড়ার ননী গোপাল দের ছেলে।
মামলার এজাহারে বলা হয়, সুমন কুমার দে ২০১৮ সালের ২০ মার্চ দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন। এতে তিনি নিজ নামে ৩৬ লাখ ৫৪ হাজার ২৭০ টাকার স্থাবর ও ১৮ লাখ ৩৮ হাজার ৩৭৯ টাকার অস্থাবর সম্পদসহ মোট ৫৪ লাখ ৯২ হাজার ৬৪৯ টাকার সম্পদ অর্জনের ঘোষণা দেন। যাচাইকালে দেখা যায়, আয়কর নথি অনুযায়ী সুমন কুমার দে ৪ লাখ ৯২ হাজার ৮০ টাকা পারিবারিক ও অন্যান্য ব্যয় করেছেন। ২০১৭ সালের ২৮ ডিসেম্বর ডেল্টা ব্রাক হাউজিং ফাইনান্স করপোরেশন লিমিটেড থেকে তিনি ১৫ লাখ টাকা ঋণ গ্রহণ করেন। পরবর্তীতে তিনি ২০১৮ সালের ২৮ জানুয়ারি ৩ হাজার ৭৮৯ টাকা এবং ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি ৩ হাজার ৮১৯ টাকা কিস্তিতে ঋণ পরিশোধ করেন। এছাড়াও তার নামে ১৪ লাখ ৮৮ হাজার ৫৪৩ টাকা ঋণ থাকার প্রমাণ পাওয়া যায়। যাচাইকালে দেখা যায়, সুমনের গ্রহণযোগ্য সম্পদের পরিমাণ ৪২ লাখ ৯৩ হাজার ৬৪৬ টাকা। বাদ বাকী ১৬ লাখ ৯১ হাজার ৮৩ টাকার আয়ের উৎস পাওয়া যায়নি। এক্ষেত্রে ১৬ লাখ ৯১ হাজার ৮৩ টাকা সুমনের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ।
উপপরিচালক নাজমুচ্ছায়াদাত বলেন, সুমন কুমার দে ১৬ লাখ ৯১ হাজার ৮৩ টাকার সম্পদ অবৈধভাবে ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইনের ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। অনুসন্ধানে প্রাপ্ত এ সংক্রান্ত তথ্যের ভিত্তিতে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।