৫২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় বান্দরবান জেলার রুমা থানার পরিদর্শক (তদন্ত) কাজী রাকিব উদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ এলাকার এক গৃহবধূর করা মামলায় গতকাল বৃহস্পতিবার মহানগর হাকিম সারোয়ার জাহান এ আদেশ দেন।
সূত্র জানায়, শামীমা আক্তার নামের এক গৃহবধূ গতবছরের ৩১ অক্টোবর আদালতে একটি মামলা করেন। তিনি এজহারে উল্লেখ করেন- তার কাছ থেকে ৫২ লাখ টাকা ধার নেন কাজী রাকিব উদ্দিন। টাকা পরিশোধের প্রতিশ্রুতিতে একটি চুক্তিও সম্পাদন করা হয়। চুক্তি অনুযায়ী গত বছরের ১৮ আগস্ট সোনালী ব্যাংক বান্দরবান শাখার ৫২ লাখ টাকার একটি চেক দেন। যেটি ৩১ আগস্ট ডিজ অনার হয়।