পুলিশ কমিশনার কাপ কাবাডি টুর্নামেন্ট শুরু

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১৯ মার্চ, ২০২১ at ৭:০৪ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ আয়োজিত মুজিববর্ষ পুলিশ কমিশনার কাপ কাবাডি টুর্নামেন্ট শুরু হয়েছে গতকাল। বিকেলে সিআরবি শিরীষ তলায় প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। সাইফ পাওয়ারটেক লিমিটেড এর সহযোগিতায় আয়োজিত এই কাবাডি টুর্নামেন্টে আটটি দল অংশ গ্রহণ করছে। দলগুলো হলো মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, মোহামেডান স্পোর্টিং ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, রাইজিং স্টার ক্লাব, শতদল ক্লাব, বন্দর কতৃপক্ষ ক্রীড়া সমিতি, বাকলিয়া একাদশ এবং সিএমপি একাদশ। উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। আগামী ২২ মার্চ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মো. শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ সহ মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের মহিলা ক্রিকেট দল ঘোষনা
পরবর্তী নিবন্ধমাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেটের লিগ পর্বের শেষ ম্যাচ আজ