পুলিশ কমিশনারের সাথে পদক জয়ী কারাতে ক্লাবের ছাত্র-ছাত্রীদের সাক্ষাৎ

| সোমবার , ২৮ অক্টোবর, ২০২৪ at ৯:২৩ পূর্বাহ্ণ

মোহাম্মদ মিয়া স্মৃতি বিভাগীয় কারাতে প্রতিযোগিতায় সিএমপি স্কুল এণ্ড কলেজ কারাতে ক্লাবের ছাত্রছাত্রীরা রানার আপ হয়েছে। তারা সমপ্রতি বিজয়ী ট্রফি, পদক ও সনদ নিয়ে সিএমপি স্কুল কারাতে ক্লাবের কোচ সেন্সি কাউসার আহমেদের নেতৃত্বে সিএমপি কমিশনার হাসিব আজিজের সাথে সাক্ষাৎ করেন। সিএমপি কমিশনার কৃতী ছাত্রছাত্রীদের তাদের ধারাবাহিক সফলতার জন্য অভিনন্দন জ্ঞাপন করেন এবং লেখাপড়ার পাশাপাশি আত্মরক্ষা ও সুস্থ দেহ গঠনে নিয়মিত কারাতে চর্চার উপর গুরুত্বারোপ করেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় সব রকমের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় সিএমপি উপপুলিশ কমিশনার সদর (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এস এম মোস্তাইন হোসেন, সিএমপি স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ববি বড়ুয়া ও সিএমপি স্কুল কারাতে ক্লাবের মহিলা কোচ এএসআই লতা পারভীন উপস্থিত ছিলেন। উল্লেখ্য কারাতে প্রতিযোগিতায় সিএমপি স্কুল কারাতে ক্লাবে ছাত্ররা টিম কুমিতে রানার আপ এবং ছাত্রীরা টিম কুমিতে রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতির রেটিং দাবা প্রতিযোগিতা সম্পন্ন
পরবর্তী নিবন্ধকে. ডি. প্রভাতী ক্লাবের ফুটবল টুর্নামেন্টে ইছামতীর জয়