পুলিশ এখন অনেক ফ্রি

সিএমপি ও ডিএমপির সদস্যরা পেল টেকটিক্যাল বেল্ট

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৬ ডিসেম্বর, ২০২০ at ৮:৩২ পূর্বাহ্ণ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাশাপাশি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশেও (সিএমপি) আজ বিজয়ের দিন থেকে চালু হ”েছ হ্যান্ডস ফ্রি পুলিশিং। গতকাল মঙ্গলবার পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এ ঘোষণা দেন। তিনি বলেন, বাংলাদেশ পুলিশের কার্যক্রম ডিজিটালাইজড করার পাশাপাশি আধুনিক ও উন্নত বিশ্বের আদলে গড়ে তুলতে বড় ও ভারী অস্ত্রের পরিবর্তে পুলিশ সদস্যদের দেওয়া হবে ছোট পিস্তল। সংযোজন করা হ”েছ সর্বাধুনিক অপারেশন গিয়ার টেকটিক্যাল বেল্ট।
বেনজীর আহমেদ বলেন, মুজিববর্ষে দেশের মানুষকে আধুনিক পুলিশের প্রতি”ছবি দেখাতে সর্বাধুনিক এই অপারেশন গিয়ার প্রবর্তন করা হয়েছে। প্রথম পর্যায়ে ঢাকা ও চট্টগ্রাম মহানগর পুলিশ সদস্যদের টেকটিক্যাল বেল্ট, স্মল আর্মস উইথ থাই হোলস্টার এবং হ্যান্ডস ফ্রি কমিউনিকেশন গেজেট দেওয়া হ”েছ।
বেনজির আহমেদ আরও বলেন, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিনে প্রাথমিকভাবে পুলিশ সদস্যদের মাঝে ১০ হাজার টেকটিক্যাল বেল্ট সরবরাহ করবে পুলিশ সদর দপ্তর। এরপর পর্যায়ক্রমে পুরো পুলিশ বাহিনীর সব সদস্যকে এই টেকটিক্যাল বেল্ট দেয়া হবে।
আইজিপি জানান, ভারী চাইনিজ রাইফেল বহনের পরিবর্তে হ্যান্ডস ফ্রি পুলিশিং চালু হলে পিস্তলসহ সব সরঞ্জাম টেকটিক্যাল বেল্টে রাখার ফলে দায়িত্বরত পুলিশ সদস্যদের হাত থাকবে খালি। এতে বিপদগ্রস্ত মানুষকে সাহায্যের পাশাপাশি অপরাধী দমনেও প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করতে পারবেন। পুলিশকে দেখতেও আধুনিক ও যুগোপযোগী লাগবে।
নগরীর দামপাড়া পুলিশ লাইনের মাল্টিপারপাস শেডে ঢাকাস’ রাজারবাগ পুলিশ লাইনের সংবাদ সম্মেলনটি ভিডিও কনফারেন্সে সরাসরি দেখানো হয়। ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে উপসি’ত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম প্রমুখ।
আইজিপির বক্তব্য শেষে সিএমপির কোতোয়ালী, ডবলমুরিং, খুলশী ও পাঁচলাইশ থানার ৭০০ সদস্যকে টেকটিক্যাল বেল্ট দেওয়া হয়। আজ বিজয় দিবসে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের মাধ্যমে তারা শুরু করবেন সর্বাধুনিক এই বেল্টের ব্যবহার। ছয় চেম্বারের আধুনিক এই টেকটিক্যাল বেল্টে থাকছে পিস্তল, হ্যান্ডকাফ, অতিরিক্ত ম্যাগজিন, এঙপান্ডেবল ব্যাটন, পানির বোতল, টর্চলাইট ও ওয়্যারলেস।
সিএমপি কমিশনার সালেহ্‌ মোহাম্মদ তানভীর বলেন, প্রাথমিকভাবে সিএমপির সাতশ সদস্যকে আমরা প্রশিক্ষণ দিয়েছি। তাদেরকে সর্বাধুনিক গিয়ার প্রদান করা হ”েছ। ধাপে ধাপে সকল থানা, ফাঁড়ি এবং অন্যান্য পুলিশ ইউনিটসহ সকল পুলিশ সদস্যদের সর্বাধুনিক এই গিয়ার প্রদান করা হবে। এই টেকটিক্যাল বেল্ট সংযোজনে পুলিশের জনসেবামূলক কার্যক্রম অধিকতর বেগবান হবে বলে আমরা বিশ্বাস করি। তাছাড়া দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন সহজ ও আরামদায়ক করা, ঔপনিবেশিক উত্তরাধিকার ধারা থেকে বেরিয়ে আসা, বিশ্বের অন্যান্য আধুনিক দেশের মত বাংলাদেশ পুলিশকে গড়ে তোলা এবং পুলিশ ও জনগণের মধ্যে মানসিক দূরত্ব কমিয়ে এনে পুলিশি সেবাকে আরও সহজ করতে এই নতুন ব্যবস’া চালু করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমুজিববর্ষের মেয়াদ বাড়ল ৯ মাস
পরবর্তী নিবন্ধনুপুর মার্কেটে হকারদের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪