পুলিশের হাতে নগদ টাকাসহ চাঁদাবাজ আটক

৯৯৯ এ ফোন

রাউজান প্রতিনিধি | বুধবার , ৪ ডিসেম্বর, ২০২৪ at ৬:০৫ পূর্বাহ্ণ

রাউজানে বিএনপি নেতা পরিচয়ে ইটভাটার মালিকের কাছ থেকে জোর করে আদায় করা ৫০ হাজার টাকাসহ জাফর আহমদ নামের এক চাঁদাবাজকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে এ ঘটনা সংঘটিত হলেও গতকাল মঙ্গলবার এই ব্যাপারে থানায় একটি চাঁদাবাজি মামলা হয়। পরে পুলিশ টাকাসহ তাকে আদালতে সোপর্দ করলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আটক জাফর রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জঙ্গল রাউজান এলাকার মৃত শহীদুল হক ছেলে।

পুলিশ ও ইটভাটার মালিক সূত্রে জানা গেছে, আগের দিন সোমবার বিকেলে জাফর দলবল নিয়ে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ওয়াহেদেরখীল এলাকায় রাউজান ব্রিকস নামের একটি ইটভাটায় গিয়ে নিজেকে নির্যাতিত বিএনপি নেতা দাবি করে মোটা অংকের চাঁদা দাবি করেন। টাকা না দিলে ভাটা বন্ধ করে দেয়ারও হুমকি দেয়া হয়। ইটভাটার মালিক শহীদুল্লাহ রণি তাকে ৫০ হাজার টাকা দেন। কিন্তু চাঁদাবাজ জাফর এতে সন্তুষ্ট না হয়ে ২৫ লাখ টাকা দিতে চাপ দিতে থাকেন। এসময় রণি একটু আড়ালে গিয়ে ঘটনা জানিয়ে ৯৯৯ নম্বরে ফোন করেন। কিছুক্ষণের মধ্যে রাউজান থানা পুলিশ ঘটনাস্থলে এসে চাঁদার টাকাসহ জাফরকে আটক করতে সক্ষম হন। তবে তার সহযোগীরা এসময় পালিয়ে যায়।

স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের কাছে জাফর সর্ম্পকে জানতে চাইলে বলেন, সে বিএনপির কেউ নয়। পতিত আওয়ামী লীগ সরকারের আমলেও সে আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে চাঁদাবাজিতে জড়িত ছিল। চুরি চামারিসহ তার বিরুদ্ধে এলাকায় বহু অভিযোগ রয়েছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম শফিকুল ইসলাম চৌধুরী বলেন, টাকাসহ আটক জাফরের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা রুজু হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচিন্ময়ের জামিন শুনানি ২ জানুয়ারি
পরবর্তী নিবন্ধখাতুনগঞ্জে রমজানের প্রস্তুতি