পুলিশের সোর্স পরিচয়ে ফেনসিডিল পাচার, জনতার হাতে আটক ৩

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া

লোহাগাড়া প্রতিনিধি | শনিবার , ২৩ আগস্ট, ২০২৫ at ১১:১০ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় প্রাইভেটকার যোগে অর্ধশত বোতল ফেনসিডিল পাচারের সময় পুলিশের তিন সোর্সকে আটক করেছে স্থানীয় জনতা। গত বৃহস্পতিবার দিনগত রাত দেড়টার দিকে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। পরে ফেন্সিডিলসহ তাদেরকে সেনা ক্যাম্পের একটি টিমের হাতে তুলে দেয়া হয়। আটককৃতরা হলেন উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি গ্রামের রমিজ উদ্দিন (৩৫), একই উপজেলার সদর ইউনিয়নের হোসেন আলী মাতব্বর বাড়ির নাজিম উদ্দিন (৪০) ও মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবের চর গ্রামের তাজুল ইসলাম (৪২)

স্থানীয়রা জানান, থানা থেকে জব্দকৃত মাদক পাচারের খবর পেয়ে বৃহস্পতিবার বিকেল থেকে চুনতি বাজারে পাহারা দেয় একদল জনতা। রাত আনুমানিক দেড়টার দিকে চকলেট কালারের একটি প্রাইভেটকার চুনতি বাজারে পৌঁছালে স্থানীয়রা ঘিরে ফেলে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে গিয়ে কারটি তল্লাশি করা হয়। এ সময় প্রায় অর্ধশত বোতল ফেন্সিডিল পাওয়া যায়। চকলেট কালারের কারটি আটক করা হলেও পেছনে থাকা সাদা কালারের কারটি আটকাতে পারেনি উপস্থিত বিক্ষুব্ধ জনতা। সেখানেও বিপুল পরিমাণ ইয়াবা ছিল বলে উপস্থিত অনেকে দেখেছেন। বিষয়টি সেনা ক্যাম্পে জানানো হলে তাদেরকে ঘটনাস্থল থেকে নিয়ে যাওয়া হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়।

স্থানীয়রা অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে চুনতি এলাকায় পুলিশের কিছু অসাধু সদস্য প্রভাবশালীদের ছত্রছায়ায় সোর্সদের মাধ্যমে মাদক ব্যবসা চালাচ্ছে। একাধিকবার অভিযোগ দিলেও কার্যকর ব্যবস্থা নেয়নি পুলিশ। এদিকে আটককৃতরা পুলিশের সোর্স বলে উপস্থিত জনতার কাছে স্বীকার করেছেন। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে আটক রমিজ উদ্দিন দাবি করেন, ফেন্সিডিলের বোতলগুলো লোহাগাড়া থানার এসআই কামাল উদ্দিন তাদের হাতে তুলে দিয়েছেন, পাশ্ববর্তী পার্বত্য লামা উপজেলার আজিজ নগর এলাকায় নিয়ে যাওয়ার জন্য।

এ বিষয়ে জানতে এসআই কামাল উদ্দিনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাই তার বক্তব্য পাওয়া যায়নি। লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল আলম খান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়। শুক্রবার (গতকাল) সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো পুলিশ সদস্য জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন পিতা
পরবর্তী নিবন্ধক্ষতি পোষাতে লাগানো হলো ক্ষতিকর আকাশমনি