পুলিশের সঙ্গে রিকশা চালকদের সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩৩

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৫ এপ্রিল, ২০২৫ at ৫:৪৬ পূর্বাহ্ণ

নগরীতে গত কয়েকদিন ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। অভিযানে কয়েকশ রিকশা জব্দ করেছে পুলিশ। এর বিরুদ্ধে গত বুধবার নগরের চান্দগাঁও বাহির সিগনাল এলাকায় বিক্ষোভ করে ব্যাটারচিালিত রিকশা চালকরা। এরপর তারা সড়ক অবরোধ করে। এসময় তাদের সড়ক থেকে সরে যেতে বললে পুলিশের সাথে সংঘর্ষ হয় ব্যাটারিচালিত রিকশা চালকদের। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। এতে কয়েকজন পুলিশ আহত হয়েছে।

এ ঘটনায় অগ্নিসংযোগ, ভাঙচুর, নাশকতা সৃষ্টি করে পুলিশের ওপর হামলা ও কাজে বাধা প্রদানের অভিযোগে ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, মোশারফ হোসেন (৩২), মো. আব্দুর শুক্কুর (৫৬), মো. মিরাজ (৩৪), মো. সাইফুল ইসলাম (২০), মো. সাকিব (১৯), মো. ইসমাইল (২০), মো. সিদ্দিক (২৫), মো. রাসেল (২৩), মো. মিঠুন (২৭), মো. এরশাদ (৪৩), শহিদুল ইসলাম শাকিল (২৮), রহমত আলী (২০), মো. রিয়াজ (৩২), মো. সিরাজুল ইসলাম (৩৭), মো. আমান উল্লাহ (৩২), মো. সেলিম (৪২), মো. আব্দুল্লাহ (২৬), সাইফুল ইসলাম (২৮), মো. তুষার (২৮), মো. মানিক মিয়া (১৯), মো. ইমাম হোসেন (২১), মো. উজ্জ্বল (৩২), মো. ইসমাইল (২৬), মো. মাকসুদ (২৮), মো. মিজান (৩৮), মো. মাজেদ (৩২), মো. রুবেল (২৫), বিজয় (২২), মো. রাব্বি (২৩), মো. ইমন (২৫), মো. আকবর (৩০) ও মো. শফিক (৩৫)

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন আজাদীকে বলেন, অগ্নিসংযোগ, ভাঙচুর, পুলিশের ওপর হামলা ও কাজে বাধা প্রদানের ঘটনায় দায়ের করা মামলায় ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়। গত বুধবার রিকশা চালকদের সড়ক থেকে সরে যেতে বললে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকাশ্মীরে সাধারণ মানুষের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ
পরবর্তী নিবন্ধমহেশখালীতে ভাগিনা হত্যার ঘটনায় মামাসহ গ্রেপ্তার ৫