নগরীর ষোলশহরে এক পুলিশ কন্সটেবলের মোবাইল ছিনিয়ে নিয়ে পালানোর সময় এক যুবককে আটক করেছে ট্রাফিক পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে দশটার দিকে দুই নম্বর গেইট পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে। আটক মো. রুবেল (৩০) সদরঘাট নালাপাড়ার শাহ আলমের ছেলে।
সিএমপির ট্রাফিক বিভাগের (উত্তর) উপ পুলিশ কমিশনার জয়নুল আবেদীন আজাদীকে বলেন, সিএমপিতে সদ্য যোগদান করা কনস্টেবল শাহাদাৎ হোসেন পুলিশ বঙের সামনে দাঁড়ানো অবস্থায় তার মোবাইল ছিনিয়ে নিয়ে পালানোর সময় রুবেল নামের ঐ যুবককে আটক করেন সার্জেন্ট মাহমুদুল হাসান। পরে তাকে পাঁচলাইশ থানায় হস্তান্তর করা হয়।