পুলিশের ভয়ে ছাদ থেকে লাফ মাদক কারবারির মৃত্যু

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৮ অক্টোবর, ২০২১ at ৭:৪৭ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় পুলিশের হাত থেকে বাঁচতে ছাদ থেকে লাফ দিয়ে মো. মুন্না প্রকাশ মনা (২৪) নামে এক মাদক কারবারির মৃত্যু হয়েছে। গত শনিবার রাত সাড়ে ৩টার দিকে বহদ্দারহাট যমুনা ব্যাংকের পেছনের বিল্ডিংয়ে এ ঘটনা ঘটে। মুন্নার গ্রামের বাড়ি পটিয়া উপজেলায়। তার বাবার নাম মৃত আনোয়ার হোসেন। মুন্না সপরিবারে বহদ্দারহাট এলাকায় থাকতেন। চান্দগাঁও থানার ওসি মঈনুর রহমান আজাদীকে বলেন, বহদ্দারহাটে যমুনা ব্যাংকের পেছনে একটি পরিত্যক্ত বিল্ডিংয়ে অভিযান চালিয়ে ৬২২ পিস ইয়াবাসহ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনাস্থলে তিনজন মাদক কারবারি ছিলেন। পুলিশ দেখে মুন্না ও আরো দুজন জানালা দিয়ে নিচে লাফ দেন। কার্নিশের সঙ্গে লেগে নিচে মাটিতে পড়ে আহত হন মুন্না। অন্য দুজন পালিয়ে যেতে সক্ষম হন। এ ঘটনায় একটি অপমৃত্যু ও একটি মাদক আইনে মামলা করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) নুরুল আলম আশিক জানান, পুলিশের ভয়ে ছাদ থেকে লাফ দিলে মুন্না নামের ওই যুবক গুরুতর আহত হন। এ অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গারা বোঝা হয়ে দাঁড়িয়েছে
পরবর্তী নিবন্ধম্যাপ ইন্টারন্যাশনালের মালিকসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা