প্রিমিয়ার ফুটবল লিগে টানা তিন পরাজয় দেখে ফেলেছে চট্টগ্রাম জেলা পুলিশ। নিজেদের ঝুলিতে নেই কোন পয়েন্ট। আর এতেই রেলিগেশন শংকা চোখ রাঙাচ্ছে দলটিকে। গতকাল মঙ্গলবার এই পুলিশের বিরুদ্ধেই বিসিআইসিকে জয় পেতে রীতিমত লড়াই করতে হয়েছে। ভাগ্যের ফেরে যখন একের পর এক গোল করার সুযোগ হাতছাড়া হচ্ছিল তাদের। ঠিক তখনই পাওয়া পেনাল্টির সুযোগ কাজে লাগিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। এর আগে খেলায় এগিয়ে যায় পুলিশ। পিছিয়ে থাকা বিসিআইসি অনেক কাঠখড় পুড়িয়ে খেলায় সমতা আনে। পরে জয়ও করায়ত্ত্ব করে অনেক সাধনায়। গতকালের খেলায় বিসিআইসি ক্রীড়া সংসদ ২-১ গোলে চট্টগ্রাম জেলা পুলিশকে হারায়। বিসিআইসি প্রথম খেলায় হারলেও দ্বিতীয় খেলায় জয়ের মুখ দেখে। গতকাল তৃতীয় খেলাতেও জয়ে থাকলো অফিস দলটি। ৩ খেলা শেষে বিসিআইসির পয়েন্ট ৬।
এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত গতকালের খেলায় শুরু থেকেই আক্রমন করে খেলতে থাকে বিসিআইসি। ৫ মিনিটেই একটি সুযোগ হাতছাড়া হয় তাদের। ১২ মিনিটে দলের আলী হোসেন বঙে ঢুকে বারের উপর দিয়ে মেরে আরেকটি সুযোগ নষ্ট করেন। এসময় বেশ কয়টি আক্রমন পরিচালনা করে বিসিআইসি। তা থেকে কোন ফল আসেনি। উপরন্তু ২৫ মিনিটে অনেকটা খেলার ধারার বিপরীতে গোল পেয়ে এগিয়ে যায় জেলা পুলিশ। এসময় বাম প্রান্ত থেকে দলের মিঠুন চাকমা ক্রস করেন গোলমুখে। সেখানে ছিলেন ইসহাক ভুইয়া। তিনি হেড দিয়ে বল জালে জড়িয়ে দেন (১-০)। এ অর্ধের ইনজুরি সময়েও বিসিআইসি সুযোগ পায়। পুলিশ কিপারকে সামনে পেয়েও ব্যর্থ হয় দলের আক্রমন ভাগ।
এক গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলতে নামে বিসিআইসি। গোল শোধে মরিয়া হয়ে উঠে তারা। দুর্ভাগ্য তাদের কোন না কোন কারণে একের পর এক আক্রমন ব্যর্থ হয়ে যাচ্ছিল তাদের। ১৩ মিনিটে পুলিশ বঙের ভেতরেই বল কয়েক জনের পা ঘুরে যায়। কিন্তু বিসিআইসি গোল দিতে পারে না। নিশ্চিত গোল পাওয়া হয়নি তাদের। ২৪ মিনিটে খেলায় সমতা আনতে সমর্থ হয় বিসিআইসি। বাম দিক থেকে দলের হাবিবুর রহমানের কাছ থেকে বল পেয়ে আলী হোসেন দেখে শুনে পুলিশ কিপারকে পরাস্ত করেন (১-১)। এরপর দফায় দফায় আক্রমনে উঠতে থাকে। বিসিআইসি। ৩২ মিনিটে প্রথমে গোলদাতা আলী হোসেন এবং এরপর শাকিলের দু’দুটি প্রচেষ্টা ব্যর্থ হয়। বল দুবারই সাইডবারে লেগে যায়। এর কিছুপরে হাবিবুর রহমানের শট উপর দিয়ে চলে গেলে আরো একটি সুযোগ নষ্ট হয় তাদের। ৩৪ মিনিটে দশ জনের দলে পরিণত হয় জেলা পুলিশ। রায়হান দু’দুটি হলুদ কার্ড দেখলে তা লাল কার্ডে পরিণত হয়। ৪২ মিনিটে বিসিআইসির আলী হোসেনের শট লাগে ক্রসবারে। অব্যাহত আক্রমনের মুখে পড়া জেলা পুলিশের রক্ষণভাগ ইনজুরি টাইমে বঙের ভেতর ফাউল করে বসে আলী হোসেনকে। রেফারী পেনাল্টির নির্দেশ দেন। আলী হোসেন নিজেই শট নিয়ে ব্যবধান ২-১ করে দেন। আর এতেই কষ্টে পাওয়া জয় নিয়ে উল্লাসে মাতে বিসিআইসি। তাদের এটি টানা দ্বিতীয় জয়। গতকালের খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিসিআইসি ক্রীড়া সংসদের মো. আলী হোসেন। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট প্রদান করেন সিজেকেএস নির্বাহী সদস্য রেখা আলম চৌধুরী। প্রিমিয়ার লিগে আজকের খেলায় অংশ নেবে কাস্টমস এস. সি এবং মাদারবাড়ী উদয়ন সংঘ। এম এ আজিজ স্টেডিয়ামে বিকাল ৩.৩০টায় এ খেলা অনুষ্ঠিত হবে।