পুলিশের পোশাক পরা লোকদের হিন্দিতে কথা বলতে শুনেছেন সাক্ষী

চানখাঁরপুলে ৬ হত্যা

| বৃহস্পতিবার , ১৪ আগস্ট, ২০২৫ at ১১:১৩ পূর্বাহ্ণ

জুলাই অভ্যুত্থানে ৫ আগস্ট রাজধানীর চানখাঁরপুলে পুলিশের পোশাক পরিহিত লোকদের হিন্দি ভাষায় কথা বলতে শুনেছেন বলে দাবি করেছেন ওই মামলার একজন সাক্ষী। গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল১ এ সাক্ষ্য দেওয়ার সময় পাঁচ নম্বর সাক্ষী শহীদ আহমেদ এ সাক্ষ্য দেন। এদিন তিনজন সাক্ষী সাক্ষ্য দেন। এর মধ্যে চানখাঁরপুলে নিহত ইয়াকুবের বিষয়ে সাক্ষী দেন দুইজন। আর নিহত ইসলামুল হকের বিষয়ে সাক্ষী দেন একজন। খবর বাংলানিউজের।

ইয়াকুবের বিষয়ে ৫ নম্বর সাক্ষী শহীদ আহম্মেদ বলেন, আন্দোলনের ৫ আগস্টের ঘটনা। আমি, আমার ভাতিজা ইয়াকুব, আমার ছেলে সালমান, এলাকার রাসেল, সুমন, সোহেলসহ আরো অনেকে সকাল আনুমানিক ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে গণভবনের উদ্দেশ্যে রওনা দিই। আমরা চানখাঁরপুল এলাকায় পৌঁছালে সেখানে হাজার হাজার লোক চারদিক থেকে জড়ো হচ্ছিল। তখন দেখলাম চানখাঁরপুল মোড়ের উল্টা পাশে অনেক পুলিশ, ছাপা পোশাকধারী পুলিশ ছিল। পুলিশের পোশাক পরিহিত লোকদের হিন্দি ভাষায় কথা বলতে শুনি।

পুলিশ তাদের বাধা দিচ্ছিল উল্লেখ করে শহীদ আহম্মেদ বলেন, পুলিশ আমাদের লক্ষ্য করে ফাঁকা গুলি করে। আমরা ছত্রভঙ্গ হয়ে যাই। আবার আমরা সামনে যাওয়ার চেষ্টা করি তখন পুলিশ আমাদের লক্ষ্য করে গুলি করে। আমার পাশের একজনের পায়ে গুলি লাগে। তাকে আমি সরাচ্ছিলাম। তখন আমাকে একজন বলে আপনার ভাতিজা ইয়াকুবের গায়ে গুলি লেগেছে। আমি ওই ছেলেকে আরেকজনের কাছে রেখে আমার ভাতিজার কাছে যাই। আরো দুইজনসহ ভাতিজাকে অটোরিকশায় করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার বলেন যে, ইয়াকুব মারা গেছে। আমি আমার ছেলে সালমানকে ফোন করে ইয়াকুবের মাকে জানানোর জন্য বলি এবং তাকে হাসপাতালে আসতে বলি।

কারা গুলি করেছে সে বিষয়ে শহীদ আহম্মেদ বলেন, পরে জেনেছি শেখ হাসিনা, আসাদুজ্জামান খাঁন কামাল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী গুলি করার নির্দেশ দিয়েছে। ডিএমপির মো. ইমরুল, ইন্সপেক্টর আরশাদের উপস্থিতিতে কনস্টেবল সুজন, নাসিরুল, ইমাজ গুলি করেছিলেন। আরো অনেকেই ছিল।

পূর্ববর্তী নিবন্ধজিন্দা লাশ হয়ে বেঁচে আছি, ছেলে হত্যার বিচার চাই
পরবর্তী নিবন্ধএক মাসের আলটিমেটাম এমপিওভুক্ত শিক্ষকদের