পুলিশের তাড়ায় মদ ও গাঁজাসহ গাড়ি ফেলে পালাল ৩ পাচারকারী

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৬ মে, ২০২৩ at ৫:১১ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদে পুলিশের তাড়া খেয়ে সাড়ে পাঁচ লাখ টাকার বিদেশি মদ ও গাঁজাসহ গাড়ি ফেলে পালিয়ে গেছে তিন মাদক পাচারকারী। ওই তিন জনকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। গত বুধবার বায়েজিদ থানায় এই বিষয়ে মাদক ও সরকারি শুল্ক ফাঁকি আইনে দুটি মামলা দায়ের হয়েছে বলে আজাদীকে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আজাহারুল ইসলাম।

এসআই আজাহার বলেন, মঙ্গলবার (২৩ মে) রাতে বালুছড়া বাজারে সাদা রঙের একটি নোহা গাড়িকে থামার সংকেত দিলে গাড়িটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে পুলিশ সেটির পিছু নেয়। পরে কুলগাঁও বালুছড়া রোডের একটি গার্মেন্টসের বিপরীতে রাস্তায় নোহা গাড়ি ফেলে চালক ও তার সাথে থাকা আরও ২ জন পালিয়ে যায়। এ সময় গাড়ির ভেতর থেকে বিভিন্ন ব্যান্ডের ৭৪ বোতল বিদেশি মদ ও ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য পাঁচ লাখ ৪৭ হাজার ৩০০ টাকা। তিনি আরও বলেন, নোহা গাড়ির মালিকের তথ্য পেতে ঢাকায় বিআরটিএতে আবেদন পাঠানো হয়েছে। আশা করছি তথ্য পাওয়ার পর রহস্যের জট খুলবে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ধর্ষক আটক
পরবর্তী নিবন্ধমোটরসাইকেলের সিটের নিচে ১৬টি স্বর্ণের বার, আটক ১