পুলিশের ডিআইজি হলেন আমেনা বেগম

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৮ ডিসেম্বর, ২০২০ at ৮:৪৮ পূর্বাহ্ণ

সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন। গতকাল ২৭ ডিসেম্বর তিনিসহ আরও ১১ অতিরিক্ত উপ-মহা পরিদর্শককে পদোন্নতি দেওয়া হয়। গ্রেড ৩ ক্যাটাগরিতে তাদের পদোন্নতি দেওয়া হয়েছে। নতুন কর্মস্থল অচিরেই নির্ধারিত করা হবে। প্রসঙ্গত, আমেনা বেগম ১৯৯৯ সালে ১৮তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। কর্মজীবনে দক্ষতার পরিচয় দিয়ে ২০১৫ সালে পেয়েছেন পুলিশের সর্বোচ্চ পদক ‘বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) সেবা’। গত বছর কাজের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন ‘আইজি গুড সার্ভিস মেডেল’। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও তুলে ধরেছেন বাংলাদেশকে। ২০১৮ সালে দুই বছরের জন্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ পুলিশ ওমেন নেটওয়ার্কের সভাপতি।

পূর্ববর্তী নিবন্ধ১৮ বছরের কম বয়সীদের করোনার ভ্যাকসিন লাগবে না : স্বাস্থ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধআত্মসমর্পণ করে জামিন পেলেন পাপুলের স্ত্রী-মেয়ে