৪ পুলিশ আহত
আজাদী প্রতিবেদন
পতেঙ্গা থানার চরপাড়া এলাকায় পুলিশের একটি টহল ভ্যানে পিকআপের ধাক্কায় ৪ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন পতেঙ্গা থানার সহকারী উপ–পরিদর্শক আজিজুল, কনস্টেবল নজরুল, মশিউর ও সুজন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (বন্দর) শাকিলা সুলতানা আজাদীকে বলেন, সড়ক দুর্ঘটনায় আমাদের ৪ জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তার মধ্যে দুইজনের অবস্থা বেশি গুরুতর। তারা মাথায় আঘাত পেয়েছেন। তিনি আরো বলেন, গাড়িটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। তাকে সনাক্ত করে শিগগিরই গ্রেপ্তার করা হবে।
আহত কনস্টেবল নজরুল আজাদীকে বলেন, আমাদের গাড়ি ঘোরানোর সময় সিগন্যাল না মেনে আসা একটি পিকআপ আমাদের গাড়িকে ধাক্কা দেয়। কুয়াশায় গাড়িটিকে ঠিকভাবে দেখতে পারিনি। এরপর আর কিছু মনে করতে পারছি না।
আহতদের মধ্যে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালেটি বিভাগের ২ নম্বর ওয়ার্ডে এবং একজনকে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।












