ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে স্ক্র্যাপবাহী একটি ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে পাশে থাকা পুলিশের একটি টহল ভ্যানের ওপর উল্টে পড়ে। এতে পুলিশ ভ্যানের পেছনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে দুই পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়েছেন। গতকাল রোববার ভোরে সীতাকুণ্ডের ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পৌরসদরস্থ পন্থিছিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক নাসির উদ্দিন ভূঁইয়া জানান, এবি এন্টারপ্রাইজের স্ক্র্যাপবাহী ডাম্প ট্রাকটি মহাসড়কের পন্থিছিলা এলাকা অতিক্রমের সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এ সময় ডাম্প ট্রাকটির ওপরের অংশ খুলে গিয়ে পাশে থাকা পুলিশ ভ্যানের ওপর উল্টে পড়ে। এতে পুলিশ ভ্যানের পেছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় মো. সোহেল ও মংময়চিং মারমা নামে দুই পুলিশ কনস্টেবল ও ডাম্প ট্রাক চালক আহত হন। দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে গেলেও দুর্ঘটনাকবলিত পুলিশ ভ্যান ও ডাম্প ট্রাকটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
কুমিরা হাইওয়ে থানার এস আই আলমগীর হোসেন বলেন, ডাম্প ট্রাকটি ক্রেন দিয়ে তুলে এনে হাইওয়ে থানার সামনে রাখা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ বলেন, দুর্ঘটনায় আহত দুই পুলিশ সদস্য ও ডাম্প ট্রাক চালকের শরীরের বেশকিছু স্থানে কেটে যাওয়ার পাশাপাশি চামড়া ছিলে গেছে। হাসপাতালে ভর্তির পর প্রাথমিক চিকিৎসা শেষে দুপুরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।









