পুলিশের গুলিতে শিশু রিয়ার মৃত্যুতে আলোড়ন

| মঙ্গলবার , ৩১ ডিসেম্বর, ২০২৪ at ৯:১০ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড়ির ছাদে গুলিবিদ্ধ হয়ে ছয় বছরের শিশু রিয়া গোপ মারা যায়। আন্দোলনের সময় ঘটনাটি দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে।আন্দোলন চলাকালে ১৯ জুলাই বিকেলে শহরের নয়ামাটি এলাকায় বাসার ছাদে খেলছিল শিশু রিয়া গোপ। এ সময় একটি গুলি এসে রিয়ার মাথায় লাগে। পরবর্তীতে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর মারা যায় সে।

পূর্ববর্তী নিবন্ধ১৫ বছর পর ওয়াসার চেয়ার ছাড়েন ফজলুল্লাহ
পরবর্তী নিবন্ধছাত্র আন্দোলনে চট্টগ্রামে প্রথম শহীদ ওয়াসিম