পুলিশের অভিযানে আতঙ্ক, হৃদরোগে মৃত্যু

আজাদী প্রতিবেদন | শনিবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৪:৪৯ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদ থানাধীন পশ্চিম শহীদনগর এলাকায় গরু চুরির মামলায় আসামি ধরতে পুলিশের অভিযানের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মো. নাছির উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল ভোরে এ ঘটনা ঘটে। অভিযান চলাকালে স্থানীয়দের ইটপাটকেল নিক্ষেপে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। নিহত নাছির পশ্চিম শহীদ নগর এলাকার মৃত বজল আহমদের ছেলে।

জানা গেছে, ফটিকছড়ি থানার একটি গরু চুরি মামলায় গ্রেপ্তার হওয়াদের জবানবন্দিতে তার নাম আসায় চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তাকে ধরতে অভিযানে যায়। অভিযানের সময় আতঙ্কিত হয়ে নাছির উদ্দিন অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। নিহত নাছিরের ছোট ভাই মো. জাহাঙ্গীর আলম জানান, আমরা পরিবার পরিজন নিয়ে নগরের পশ্চিম শহীদ নগর এলাকায় থাকি। গত বৃহস্পতিবার রাতে ডিবিসহ ২০ থেকে ২৫ জন পুলিশ সদস্য বাড়িতে আসেন। তারা এসেই আমার ভাইয়ের বিরুদ্ধে গরু চুরি মামলা আছে বলে জানান। আমার ভাই তার অসুস্থতার কথা জানান। কিন্তু তারা তাকে ধরে নিয়ে যেতে চেষ্টা করলেও আমরা জোর করে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু তার আগেই আমার ভাইয়ের মৃত্যু হয়।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, ফটিকছড়ি থানার গরু চুরির একটি মামলায় গ্রেফতার হওয়া আসামিদের ১৬৪ ধারায় জবানবন্দিতে নাছিরের নাম এসেছিল। বিষয়টির সত্যতা পেয়ে বায়েজিদ থানা পুলিশকে সঙ্গে নিয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল রাত দেড়টার দিকে নাছির বাসায় অভিযানে যায়। সেখানে পুলিশের সঙ্গে নাছিরের কথাও হয়েছে। কিন্তু পুলিশ চলে আসার সময় স্থানীয়রা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। তবে পরে জানতে পারি আসামি নাছির হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

পূর্ববর্তী নিবন্ধসীমান্ত পেরিয়ে খামার, তারপর বৈধ
পরবর্তী নিবন্ধদেশ থেকে সাম্প্রদায়িকতা বিতাড়িত করেছে আওয়ামী লীগ : ভূমিমন্ত্রী