পুরো ভারত বর্ষের মুসলমান চিরজীবন খাজা গরীব নেওয়াজের (রা.) কাছে ঋণী

খাজা গরীব নেওয়াজ (রা.) কনফারেন্সে শাহেদুর রহমান হাশেমী

| রবিবার , ২৮ ডিসেম্বর, ২০২৫ at ৬:০৭ পূর্বাহ্ণ

পাকভারত উপমহাদেশে আউলিয়ায়ে কেরামের অবদান অস্বীকার করার সুযোগ নেই। ইসলাম প্রচারে সবচেয়ে যিনি অগ্রগামী তিনি খাজা গরীব নেওয়াজ মঈনুদ্দীন চিশতী আজমিরী (রা.)। তিনি আল্লাহর রাসুলের নির্দেশে তাঁর প্রতিনিধি হয়ে এদেশে ইসলাম প্রচারে সুভাগমন করেন এবং একাই ৯০ লক্ষ্য বেদ্বীনকে কলেমা পড়িয়ে ইসলাম ধর্মে দীক্ষিত করেন। পরবর্তীতে উনার উত্তরসূরীগণ পুরো ভারতবর্ষে ইসলামের ব্যাপক প্রচারপ্রসারের আঞ্জাম দিয়েছেন। যার কারণে ভারতবর্ষের মুসলমান চিরজীবন খাজা গরীব নেওয়াজের (রা.) প্রতি কৃতজ্ঞ থাকবে। একজন প্রকৃত মুসলমান তাঁর এই অবদানকে অস্বীকার করতে পারে না। গত শুক্রবার আঞ্জুমানে আশেকানে মোস্তফা (.) তরুণ পরিষদ হাটহাজারী রোডস্থ, আমান বাজার হযরত খোশাল শাহ্‌ ‘ক’ ইউনিট শাখার ব্যবস্থাপনায় হযরত খোশাল শাহ্‌ (রহ.) জামে মসজিদে খাজায়ে খাজেগান আতায়ে রাসুল হযরত খাজা মঈনুদ্দিন চিশতী আজমিরী (রহ.)’র উরসে পাক উপলক্ষে আজিমুশশান খাজা গরীব নেওয়াজ (রা.) কনফারেন্সে আল আমিন হাশেমী দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা মুফতি কাযী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী (মা.জি..) উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হযরত খোশাল শাহ্‌ (রহ.) মাদ্রাসার সুপার হযরত মাওলানা ক্বারী হাসান উদ্দিন কাদেরী রেজভী। শাহজাদা মাওলানা মুহাম্মদ কাজী মাশহুদুর রহমান ইয়াহিয়া হাশেমী। হযরত মাওলানা মুখতার আহমদ কাদেরী রেজভীর সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদ্রাসার শায়খুল হাদীস আল্লামা মুফতি এনামুল হক সিকদার, আল আমিন বারিয়া কামিল মডেল মাদ্রাসার মুদাররিস হযরত মাওলানা হাফেজ মুহাম্মদ শাহ আলম, কর্ণফুলী রুস্তম আলী মুন্সী জামে মসজিদের খতিব হযরত মাওলানা রবিউল হুসাইন, হাজী মুহাম্মদ শাহজাহান, হাজী মুহাম্মদ আবুল কাশেম ইঞ্জিনিয়ার, ডা. মুহাম্মদ ইয়াছিন, মুহাম্মদ সাইদুর রহমান রুবেল, হাজী মুহাম্মদ ইকবাল মহসিন পারভেজ, মুহাম্মদ জাকির কন্ট্রাক্টর, মুহাম্মদ গিয়াস উদ্দীন সহ অসংখ্য আলেম উলামা, ইসলামিক চিন্তাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক এবং হাজার হাজার আশেকে খাজা গরীব নেওয়াজ উপস্থিত ছিলেন।

পরিশেষে মিলাদ কিয়াম, দেশ ও জাতির কল্যাণে মোনাজাত এবং তাবারুক বিতরণের মাধ্যমে উক্ত খাজা গরীব নেওয়াজ কনফারেন্স সমাপ্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধক্লিন বাংলাদেশের পরিচ্ছন্নতা ও গণসচেতনতা কার্যক্রম
পরবর্তী নিবন্ধহাদির কবর জিয়ারতের সময় তারেককে কটূক্তির অভিযোগে শিক্ষক গ্রেপ্তার