ভিন্নরকম কৃতজ্ঞতা প্রকাশ। সামনে চট্টগ্রামের লায়ন নেতৃবৃন্দ। ‘থ্যাঙ্ক ইউ ভেরি মাচ ফর টেকিং কেয়ার অব আস’ শিরোনামে গতকাল এক অনুষ্ঠানের মাধ্যমে প্রায় দুই হাজার শ্রমিক লায়ন নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুরো বিষয়টিই অন্যরকম। অক্টোবর সেবা মাসের নানা কর্মকাণ্ডের ধারাবাহিকতায় লায়ন্স ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটন নগরীর নাসিরাবাদ শিল্প এলাকার ইন্ডিপেন্ডেন্ট এপারেলস লিমিটেড নামের গার্মেন্টস কারখানায় চক্ষু শিবিরের আয়োজন করে। টানা সাত দিন চলে এই কার্যক্রম। সপ্তাহব্যাপী চক্ষু শিবিরে ওই কারখানার প্রায় ২ হাজার শ্রমিকের প্রত্যেকের চোখের পরীক্ষা করা হয়। এতে কারো চোখের পাওয়ারের প্রয়োজন হয়, কারো-বা অন্যান্য চিকিৎসা। লায়ন্স চক্ষু হাসপাতালের চিকিৎসকরা এই সেবা প্রদান করেন। গতকাল সমাপনী দিনে উৎপাদন বন্ধ রেখে দুই হাজার শ্রমিকের সকলে জড়ো হন কারখানার ছাদে। সেখানে লায়ন নেতৃবৃন্দ এবং চিকিৎসকদের ফুলেল শুভেচ্ছার পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫বি৪ এর গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী। এতে সেকেন্ড ভাইস গভর্নর লায়ন কোহিনুর কামাল, পিডিজি সিরাজুল হক আনসারী, কেবিনেট সেক্রেটারি লায়ন হাসান মাহমুদ, সিনিয়র গভর্নর অ্যাডভাইজর লায়ন এস এম আবু তৈয়ব, জিএলটি আশরাফুল আলম আরজু, জিএমটি এড. এম নুরুল ইসলাম, জিএসটি লায়ন জাহাংগীর মিয়া, সিনিয়র গভর্নর অ্যাডভাইজর লায়ন মাহবুবুল হক খান, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন গোলাম মহিউদ্দিন বাবুল, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মির্জা আকবর আলী চৌধুরী, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন হুমায়ুন কবির, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন একেএমএ মুকিত, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মির্জা জাহিদ হোসাইন চৌধুরী, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন ডা. প্রকাশ কুমার চৌধুরী, জোন চেয়ারপার্সন লায়ন হাসান আকবর, জোন চেয়ারপার্সন লায়ন মোর্শেদুল হক চৌধুরী, জোন চেয়ারপার্সন লায়ন শুভনাজ জিনিয়া, জোন চেয়ারপার্সন লায়ন শায়লা আবেদীন, আইপিপি এম ফজলে করিম, ক্লাব সভাপতি লায়ন বিজয় শেখর দাশ, লায়ন কাঞ্চন মল্লিক, লিও আলভী, লিও সাজু প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় গার্মেন্টস শ্রমিকেরা বিশাল কেক কেটে লায়ন সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।
কৃতজ্ঞতার জবাবে লায়ন নেতৃবৃন্দ বলেন, গার্মেন্টস শ্রমিকেরা আমাদের বড় সম্পদ। আমাদের বৈদেশিক মুদ্রার বেশিরভাগই আসছে তাদের হাত ধরে। তাদের এই চোখ আমাদের রেমিটেন্স প্রবাহের চোখ, তাদের এই চোখ আমাদের অহংকারের ‘মেড ইন বাংলাদেশে’ এর চোখ। তাই তাদের এই চোখের যত্ন নিতে লায়ন্স ক্লাব অব চিটাগাং মেট্রোপলিটন ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছিল। এমন কৃতজ্ঞতা লায়ন সদস্যদের আপ্লুত করেছে।
লায়ন গভর্নর শেখ সামশুদ্দীন আহমেদ বলেন, ভবিষ্যতে এই কারখানার শ্রমিকদের ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস পরীক্ষা করা হবে।