নগরীর পুরাতন রেল স্টেশন এলাকা থেকে চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। শনিবার (৮ মে) রাত ১১টার দিকে কোতোয়ালী থানার পুরাতন রেলওয়ে স্টেশনে গ্রামীণ মাঠ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার চারজন হলো সুজন (২৯), মো. রাসেল (২১), মো. ইমন হোসেন (২২) ও মো. কফিল উদ্দিন ওরফে আবছার (২৪)।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন আজাদীকে বলেন, ঈদকে কেন্দ্র করে ছোরা, চাকু নিয়ে পুরাতন রেলওয়ে স্টেশন এলাকার নির্জন স্থানে এক দল ছিনতাইকারী অবস্থান করছে জানতে পেরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ৪টি ছোরা জব্দ করা হয়। আসামিদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, জব্দকৃত টিপ ছোরা নিয়ে সুযোগ বুঝে পথচারীদের কাছ থেকে মোবাইল, নগদ টাকা ও স্বর্ণালংকার, মূল্যবান জিনিসপত্র ছিনতাইসহ অপরাধমূলক কর্মকাণ্ড করার উদ্দেশ্যে তারা সেখানে অবস্থান করছিল।












