পুরাতন ব্রিজঘাটে জাটকা ভর্তি ফিশিং ট্রলার আটক

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৬ নভেম্বর, ২০২০ at ১০:৩৪ পূর্বাহ্ণ

নগরীর পুরাতন ব্রিজঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ জাটকা ইলিশ ভর্তি ‘এমভি ডিজনি’ নামে একটি ফিশিং ট্রলার আটক করা হয়েছে। গতকাল রাত ৯টায় এনএসআই বন্দর টিমের তথ্যের ভিত্তিতে মেসার্স আমেনা ফিশিংয়ের ট্রলারটি বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ মৎস্য অধিদফতর, মেরিন ফিশারিজ বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে আটক করা করা হয়। কোস্ট গার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে. কমান্ডার হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী নদীর ব্রিজঘাটে অভিযান চালিয়ে জাটকা ইলিশসহ একটি ট্রলার আটক করা হয়েছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগামীকাল (আজ বৃহস্পতিবার) জাটকা সংরক্ষণ আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে আটক ট্রলারের সব হিমায়িত মাছ রাখার খোপ সিলগালা করে দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমাতামুহুরী নদীতে মৃত নবজাতকের ক্ষত বিক্ষত লাশ
পরবর্তী নিবন্ধপটিয়া পৌর স্বেচ্ছাসেবক দলের ফরম বিতরণ