পুরাতন পোর্ট মার্কেট এলাকায় চোরাই তেল দোকানিকে জরিমানা

আজাদী প্রতিবেদন | বুধবার , ২ জুন, ২০২১ at ১০:৩৫ পূর্বাহ্ণ

জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) তথ্যের ভিত্তিতে নগরীর পুরাতন পোট মার্কেট এলাকায় চোরাই তেলের দোকানে অভিযান চালিয়েছে বন্দরের ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে পরিচালিত অভিযানে চোরাই তেল দোকানদার মনজুরুল আলমকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। এই জরিমানা অনদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিলেও জরিমানার অর্থ পরিশোধ করে মনজুরুল ছাড়া পান বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এসময় তার দোকান থেকে ৫৫ লিটার অকটেন জব্দ করা হয়।
এনএসআই সূত্রে জানা গেছে, বন্দর এলাকার পুরাতন পোর্ট মার্কেট এলাকায় একটি দোকানে অবৈধভাবে বিস্ফোরক পদার্থ অকটেন, ডিজেল, পেট্রোল বিক্রির অভিযোগ পেয়ে অভিযান চালায় বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে ৫৫ লিটার অকটেন জব্দ করা হয়। এসময় তেল বিক্রির লাইসেন্স দেখাতে পারেননি দোকানদার মনজুরুল আলম। এজন্য তাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। চট্টগ্রাম বন্দর সংলগ্ন পুরাতন পোর্ট মার্কেট এলাকার বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন জায়গা দখল করে বিভিন্ন চোরাকারবারি ও সিন্ডিকেট ব্যবসায়ীরা ব্যবসা করে আসছিল বলে অভিযোগ উঠেছে।

পূর্ববর্তী নিবন্ধহেফাজতের আহ্বায়ক কমিটি অবৈধ
পরবর্তী নিবন্ধমুক্তি মিলবে কীভাবে