পুরাতন ঘরের দেয়াল ভাঙতে গিয়ে চাপা পড়ে তরুণের মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ৯ জানুয়ারি, ২০২৬ at ৪:৫৯ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় পুরাতন ঘরের পাকা দেয়াল ভাঙতে গিয়ে চাপা পড়ে মোহাম্মদ খালেদ (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শামশু হাজি পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত খালেদ একই এলাকার আবদুল মান্নানের পুত্র।

স্থানীয়রা জানান, খালেদের পরিবার নতুন বসতঘর নির্মাণ করেছে। তাই পুরাতন ঘরের দেয়াল ভেঙে ফেলার কাজ নিজেই করছিলেন খালেদ। এ সময় অসাবধানতাবশত দেয়ালের একটি অংশ ধসে তার শরীরের উপর পড়ে। এতে দেয়ালের চাপায় মাথাসহ শরীরের বিভিন্নস্থানে গুরতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহযোগিতায় স্বজনরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে কর্তব্যরত চিকিৎসক ডা. শিমুল দত্ত জানান, খালেদ নাম এক তরুণকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

চুনতি পুলিশ ফাঁড়ির এসআই জিয়াউল হুদা জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপুঁইছড়িতে বনের জায়গায় বাড়ি, ভেঙে দিল প্রশাসন
পরবর্তী নিবন্ধএডিআর শাখা কেবল নামে, কাজে নেই