লায়নিজমের মন্ত্রে উজ্জীবিত হয়ে সেবার জগতে পা বাড়ানো মমতার প্রতিষ্ঠাতা লায়ন আলহাজ রফিক আহামদ এবার সমাজসেবায় একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন। ১৯৭৭ সালে লায়নিজমে যোগ দিয়েছিলেন তিনি। চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে লায়নিজমের সেবা পৌঁছে দিতে গিয়ে সুবিধাবঞ্চিত মানুষের কষ্টের কথা জেনেছিলেন। অভাবী মানুষের কষ্ট দূর করে স্বল্প ব্যয়ে চিকিৎসাসেবা, বিশেষ করে মা ও শিশুদের স্বাস্থ্য সুবিধার জন্য প্রতিষ্ঠা করেন বেসরকারি উন্নয়ন সংস্থা মমতা।
মমতা বর্তমানে সারা দেশে ১৩০টি সেন্টার থেকে দুঃস্থ ও অসহায় মানুষকে সহায়তা করে। মমতা বর্তমানে ৫টি মেটারনিটি হাসপাতাল ও ১০টি দিবা ক্লিনিকে সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা প্রদান করে। মমতার একটি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের প্রায় সকলেই সুবিধাবঞ্চিত।
রফিক আহামদ ২০০৩–২০০৪ সালে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫বি৪ এর গভর্নর নির্বাচিত হয়েছিলেন। তার বাড়ি নগরের বন্দর এলাকার রশিদ বিল্ডিংয়ের বড়বাড়িতে।
সমাজসেবায় একুশে পদকের জন্য মনোনয়ন পাওয়ায় পরম করুণাময়ের প্রতি শোকরানা আদায় করেছেন তিনি। গতকাল আজাদীকে তিনি বলেন, পুরস্কার পাব এমন আশা নিয়ে কোনোদিন কাজ করিনি। একজন মানুষ হিসেবে মানুষের জন্য যা করা দরকার আমি আমার সীমিত সামর্থ্যে শুধু তাই করে আসছি। সরকার আমাকে পুরস্কারের জন্য মনোনীত করায় কৃতজ্ঞতা জানাচ্ছি।