পুরনো ৫ উপদেষ্টার সঙ্গে নতুন মুখ কামাল চৌধুরী

| শুক্রবার , ১২ জানুয়ারি, ২০২৪ at ৪:৪৩ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের নতুন সরকারের সূচনায় মন্ত্রিসভার দায়িত্ব বণ্টনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছয়জনকে তার উপদেষ্টা হিসেবে দায়িত্ব দিয়েছেন, যাদের মধ্যে নতুন মুখ কেবল একজন। ড. মসিউর রহমান, . গওহর রিজভী, . তৌফিকএলাহী চৌধুরী, সালমান এফ রহমান এবং অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এবারও প্রধানমন্ত্রীর উপদেষ্টার দায়িত্ব পালন করবেন। তাদের সঙ্গে যোগ দেবেন সাবেক মুখ্য সচিব, কবি কামাল আবদুল নাসের চৌধুরী। গতকাল বৃহস্পতিবার রাতে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। খবর বিডিনিউজের।

ছয় উপদেষ্টা মন্ত্রীর পদমর্যাদা, বেতনভাতা ও আনুষঙ্গিক সুযোগসুবিধা ভোগ করবেন। তবে কে কোন দায়িত্ব পালন করবেন তা প্রজ্ঞাপনে জানানো হয়নি। শেখ হাসিনার আগের মেয়াদের সরকারেও ছয় জন উপদেষ্টা ছিলেন। মসিউর রহমান অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা, তৌফিকইলাহী চৌধুরী বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা, গওহর রিজভী আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা, মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, সালমান এফ রহমান বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার দায়িত্ব পালন করেন। এছাড়া প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন তার ছেলে সজীব আহমেদ ওয়াজেদ। নভেম্বরে নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর তিনি পদত্যাগ করেন।

পূর্ববর্তী নিবন্ধড. হাছান মাহমুদ পররাষ্ট্র, নওফেল শিক্ষামন্ত্রী
পরবর্তী নিবন্ধকে কোন দপ্তর পেলেন